মুম্বই : হাথরসের গণধর্ষণ মামলায় অভিযুক্তদের কড়া শাস্তি দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিশ্বাস কঙ্গনার । কীরকম শাস্তি চান তিনি অভিযুক্তদের ? সেটাও সোশাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী ।
2019 সালের 6 ডিসেম্বর তেলাঙ্গানা গণধর্ষণ মামলায় চার অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু হয় । শামশাবাদ এলাকায় যেখানে মহিলা পশুচিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে ফেলা হয় বলে অভিযোগ, সেখানেই এনকাউন্টারে পুলিশের গুলিতে মারা যায় চার অভিযুক্ত । উত্তরপ্রদেশের এই গণধর্ষণ কাণ্ডেও এমনই শাস্তি চান কঙ্গনা ।