মুম্বই : শাহরুখের সঙ্গে ফের একবার গাঁটছড়া বাঁধছেন দীপিকা পাড়ুকোন । এর আগে যে ক'টা ছবিতে শাহরুখ-দীপিকাকে দেখা গেছে, প্রতিটা ব্লকবাস্টার হিট হয়েছে । তাই এই সুপারহিট জুটিকে 'পাঠান' ছবিতে দেখার জন্য মুখিয়ে দর্শক ।
এসবের মধ্যেই জল্পনা শুরু হয়েছে যে, দীপিকা নাকি 'পাঠান'-এর শুটিং শুরু করে দিয়েছেন । তার জন্য অবশ্য দীপিকারই একটা ইনস্টাস্টোরি দায়ি ।
অভিনেত্রীর ইনস্টাস্টোরিতে হিন্দিতে লেখা একটিমাত্র শব্দ, 'শুভারম্ভ' । অর্থাৎ শুভ সূচনা ।