পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আসছে হর্ষবর্ধন-সঞ্জীদা 'কুন ফায়া কুন' - Kun Faya Kun

আপকামিং ছবিতে হর্ষবর্ধন রানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সঞ্জীদা শেখ । নাম 'কুন ফায়া কুন'। আগামীকাল থেকে শুরু হচ্ছে শুটিং ।

asd
asd

By

Published : Nov 11, 2020, 5:33 PM IST

মুম্বই : পরিচালক কুশন নন্দির আপকামিং থ্রিলারে হর্ষবর্ধন রানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সঞ্জীদা শেখ । ছবির নাম 'কুন ফায়া কুন'। ছবির নাম ঘোষণার জন্য একটি ভিডিয়ো তৈরি করেন কলাকুশলীরা ।

এর আগে 'বাবুমশাই বন্দুকবাজ়'-এর মতো ছবি পরিচালনা করেছিলেন কুশন । এই ছবির প্রসঙ্গে তিনি বলেন, "ছবির নামের মধ্যেই একটি রহস্য রয়েছে । যা দর্শককে এর দিকে টেনে নিয়ে আসবে । আমাদের সবার মনে হয় ছবির এই নাম একেবারে সঠিক ।"

ভিডিয়োতে ছবির নামের অর্থ নিয়ে কথা বলতে দেখা গিয়েছে হর্ষবর্ধন ও সঞ্জীদাকে । এমনকী, ছবির বিষয়বস্তু ঠিক কী তা নিয়েও কথা বলেন তাঁরা । যদিও খোলসা করে কিছুই বলতে দেখা যায়নি তাঁদের । শুধু বিষয়বস্তু ছুঁয়ে গিয়েছেন ।

এই ছবি প্রযোজনা করবেন নইম এ সিদ্দিকি । ছবির গল্প লিখেছেন ঘালিব আসাদ ভোপালি । আগামীকাল থেকে শুরু হচ্ছে 'কুন ফায়া কুন'-এর শুটিং ।

ABOUT THE AUTHOR

...view details