মুম্বই : পরিচালক কুশন নন্দির আপকামিং থ্রিলারে হর্ষবর্ধন রানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সঞ্জীদা শেখ । ছবির নাম 'কুন ফায়া কুন'। ছবির নাম ঘোষণার জন্য একটি ভিডিয়ো তৈরি করেন কলাকুশলীরা ।
এর আগে 'বাবুমশাই বন্দুকবাজ়'-এর মতো ছবি পরিচালনা করেছিলেন কুশন । এই ছবির প্রসঙ্গে তিনি বলেন, "ছবির নামের মধ্যেই একটি রহস্য রয়েছে । যা দর্শককে এর দিকে টেনে নিয়ে আসবে । আমাদের সবার মনে হয় ছবির এই নাম একেবারে সঠিক ।"