পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তাপসীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হর্ষবর্ধন রানে - Vikrant Massey in Haseen Dillruba

পরবর্তী ছবিতে হর্ষবর্ধন রানে ও ভিক্রান্ত ম্যাসির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাপসী পান্নু । ছবির নাম 'হাসিন দিলরুবা' । ছবি মুক্তি 18 সেপ্টেম্বর ।

xcv
dxgf

By

Published : Feb 17, 2020, 10:17 AM IST

মুম্বই : এবার হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বাঁধছেন তাপসী পান্নু । থাকবেন ভিক্রান্ত ম্যাসিও । প্রথমবার এই দুই তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাপসী । ছবির নাম 'হাসিন দিলরুবা'।

ছবির গল্প লিখেছেন কনিকা ঢিলোঁ । হত্যাকে কেন্দ্র করে তৈরি ছবিটি । ছবি সম্পর্কে হর্ষবর্ধন বলেন, "এই ছবিতে প্রথমবার তাপসীর সঙ্গে কাজ করেছি । যিনি প্রতিটা টেকে খুবই স্বাভাবিক থাকতে পারেন । আর ভিক্রান্ত ম্যাসির নিষ্পাপ চোখ অসাধারণ ।"

ছবিতে 'রিভার ব়্যাফটিং' করতে দেখা যাবে হর্ষবর্ধনকে । এ প্রসঙ্গে তিনি বলেন, "এটা আমার সবথেকে পছন্দের খেলা । এর জন্য প্রতিবছর আমি ঋষিকেশ যাই ।" ছবিটি পরিচালনা করছেন ভিনিল ম্যাথু । প্রযোজনায় কালার ইয়োলো প্রোডাকশন, ইরোজ় ইন্টারন্যাশনাল, আনন্দ এল রাই ও হিমাংশু শর্মা ।

সম্প্রতি ছবির একটি পোস্টার শেয়ার করেছিলেন তাপসী । সেখানে রক্তের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "...'হাসিন দিলরুবা'-র দুনিয়ায় প্রবেশ করলাম ।" সব ঠিক থাকলে চলতি বছরের 18 সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি ।

কাজের দিক থেকে এখন আপকামিং ছবি 'থাপ্পড়'-এর প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন তাপসী । পারিবারিক হিংসাকে কেন্দ্র করে তৈরি ছবি । 28 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি । এছাড়া ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকেও অভিনয় করছেন তিনি । ছবির নাম 'শাবাস মিথু'। পাশাপাশি শেষবার 'ছপাক' ছবিতে দেখা গিয়েছিল ভিক্রান্তকে । সেখানে দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা ।

ABOUT THE AUTHOR

...view details