মুম্বই : এবার কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন হানসাল মেহতা । আজ একথা জানান ফিল্ম সমালোচক তরণ আদর্শ ।
পোলারয়েড মিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন শৈলেশ আর সিং । বিকাশ দুবের জীবনী তুলে ধরা হবে এই ছবিতে ।
মুম্বই : এবার কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন হানসাল মেহতা । আজ একথা জানান ফিল্ম সমালোচক তরণ আদর্শ ।
পোলারয়েড মিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন শৈলেশ আর সিং । বিকাশ দুবের জীবনী তুলে ধরা হবে এই ছবিতে ।
3 জুলাই বিকাশ দুবেকে ধরতে, বিকারুতে তার গ্রামের বাড়িতে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের একটি দল । অভিযান চলাকালীন বিকাশের সহযোগীদের গুলিতে প্রাণ হারান DSP দেবেন্দ্র মিশ্রসহ আট পুলিশকর্মী । সাত দিন ফেরার থাকার পর মধ্যপ্রদেশের উজ্জয়িন থেকে গ্রেপ্তার করা হয় বিকাশ দুবেকে ।
গ্রেপ্তারির পর কড়া পুলিশি পাহারায় বিকাশকে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ মাঝরাস্তায় টোল প্লাজ়ার কাছে উলটে যায় গাড়ি , সামান্য আহতও হয় বিকাশ ৷ এরপরই পুলিশের তরফ থেকে জানানো হয়, আহত এক পুলিশকর্মীর থেকে পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করায় বিকাশের উপর গুলি চালায় পুলিশ ৷ জানা যায়, সরাসরি বুকে গুলি লাগে বিকাশের ৷ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।