পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'সিমরন'-এর সেটে কঙ্গনার সঙ্গে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা, শেয়ার করলেন পরিচালক - fight betweet kangana ranaut and hansal mehta

হনসল মেহতা পরিচালিত 'সিমরন' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা রানাওয়াত । ছবিটি ভালো ব্যবসা করতে পারেনি । হনসল নিজের ক্যারিয়ারের "অপ্রয়োজনীয় ছবি" বলে থাকেন 'সিমরন'-কে । তবে তার কারণ শুধুমাত্র ব্যবসায়িক ক্ষতি নয়, কঙ্গনার সঙ্গে কাজ করার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাও বটে ।

kangana ranaut took charge in simran set
kangana ranaut took charge in simran set

By

Published : Oct 25, 2020, 10:04 AM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের সঙ্গে যাঁরা কাজ করেছেন, প্রায় প্রত্যেকেই কিছু না কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন । সে পরিচালক হোক বা সহ অভিনেতা । কঙ্গনার বিরুদ্ধে সবার কমবেশি একটাই অভিযোগ, তিনি নাকি খুব প্রভাব খাটানোর চেষ্টা করেন । একই কথা বললেন 'সিমরন'-এর পরিচালক হনসল মেহতা ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পরিচালক বলেন, "সেটে দাঁড়িয়ে কঙ্গনা পুরো ক্ষমতা নিজের হাতে তুলে নিত । অন্য অভিনেতাদের পরিচালনাও করতে শুরু করতেন উনি ।"

তবে হনসল এটাও বলে দেন যে, এখন আর তাঁর মধ্যে কোনও তিক্ততা নেই । সেটের বাইরে তিনি কঙ্গনার সঙ্গ পছন্দই করেন, কিন্তু সেটে নয় ।

হনসল আরও বলেন, "সবকিছু যদি বাদ দিই, তাহলে কঙ্গনা একজন দারুণ অভিনেত্রী । হয়তো ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করতেও পারি । তাই তিক্ততা মনে রাখাটা বোকামি ।"

'সিমরন' ছবিতে কঙ্গনার অভিনয় প্রশংসিত হলেও ছবিটি সমালোচকদের চোখে দাঁড়াতে পারেনি । বক্স অফিসেও সাধারণ ফল করে ।

ABOUT THE AUTHOR

...view details