মুম্বই : গায়কদের এখন শুধু গান গাইলেই হয় না । কোনও মিউজ়িক ভিডিয়োর জন্য তাঁদের রীতিমতো অভিনেতাদের মতো অভিনয়ও করতে হয় । এই ঠান্ডার মধ্যে কাশ্মীরে গিয়ে শুটিং করলেন গুরু রন্ধাওয়া । আর তার ফল তাঁকে ভুগতে হল সঙ্গে সঙ্গে ।
কাশ্মীরের তাপমাত্রা এখন মাইনাস 9 ডিগ্রি সেলসিয়াস । চারিদিক জমে বরফ । তারই মধ্যে কোট পরে শুট করছিলেন গুরু । কিন্তু, নাক-মুখ দিয়ে এমন ঠান্ডা ঢুকল যে, শিরা ফেটে রক্ত বেরোতে শুরু করল গায়কের ।