মুম্বই : স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাবে এক নারীর দেশপ্রেমের গল্প । দেশের প্রথম মহিলা এয়ারফোর্স অফিসার গুঞ্জন সাক্সেনা কার্গিল যুদ্ধে যুদ্ধবিমান 'চিতা' উড়িয়েছিলেন । তাঁর সাহস আর নিষ্ঠার দৃষ্টান্ত তুলে ধরবে 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' ।
গুঞ্জনের চরিত্রে এই ছবিতে জাহ্নবী কাপুর । তিনিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মুক্তির তারিখ । আগামী 12 অগাস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' ।