মুম্বই : বর্ষীয়ান অভিনেতা গুলশন গ্রোভ্র সবসময় নিজের পছন্দ মতোই অভিনয় করেছেন ছবিতে । আর তাই তিনি দর্শকেরও পছন্দের ভিলেন হয়ে উঠেছেন । বলিউডে পরপর তিনটি ছবিতে দেখা যাবে "ব্যাডম্যান"-কে । 'সূর্যবংশী', 'সড়ক ২' ও 'মুম্বই সাগা'-তে আবারও ভিলেনের চরিত্রেই দেখা যাবে গুলশনকে ।
গ্রোভার মনে করেন, এই মেগা ছবিগুলোর অংশ হতে পারায় তাঁর অভিনয়ের উপর এখনও সকলের ভরসা আছে ।
একটি সাক্ষাৎকারে গুলশন বলেন, "এখন আমি তিনটি বড় ছবিতে কাজ করছি । এর মধ্যে একটি রোহিত শেট্টির সূর্যবংশী । যেটা তিনি রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট, করণ জোহার ও অক্ষয় কুমারের সঙ্গে প্রোযজনা করছেন । এটি একটি অনেক বড় ছবি হতে চলেছে । আমি আমার কর্মজীবনে যতজন বড় পরিচালকের সঙ্গে কাজ করেছি, রোহিত তাঁদের মধ্যে অন্যতম । আমি ছবিতে এন্টোগ্নিস্টের চরিত্রে অভিনয় করছি ।"
তিনি মহেশ ভাটের সঙ্গে 'সড়ক ২'-তে কাজ করা নিয়ে যথেষ্ট উৎসাহিত । এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "সড়ক ২ ছবিতে আমার পছন্দের পরিচালক মহেশ ভাটের সঙ্গে কাজ করছি । অনেক বছর পর তিনি ছবির পরিচালনা করছেন । এই ছবিতেও আমি ভিলেনের চরিত্রে রয়েছি ।"