মুম্বই : আয়ুষ্মান খুরানার আপকামিং ছবি 'ডক্টর জি'। সেখানে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে তাঁকে । এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করার কথা ছিল ম্রুণাল ঠাকুরের । কিন্তু, শুটিংয়ের তারিখ নিয়ে সমস্যা হওয়ায় এই ছবি থেকে বেরিয়ে গিয়েছেন তিনি । আর ম্রুণালের পরিবর্তে অর্থাৎ আয়ুষ্মানের হিরোইনের চরিত্রে অভিনয়ের জন্য ইচ্ছা প্রকাশ করেছেন গুলশন দেবাইয়া ।
এই ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করবেন বলে যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন ম্রুণাল । কিন্তু, তারিখ নিয়ে সমস্যা হওয়ায় এই ছবি থেকে বেরিয়ে যান তিনি । সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই খবর । টুইটরে এই খবর শেয়ার করে গুলশন লেখেন, "তাহলে আমি আসতে পারি ? দেখা যাক আমি আয়ুষ্মানের হিরোইন হয়ে উঠতে পারি কি না ।"