মুম্বই : 2019 সালে মুক্তিপ্রাপ্ত জ়োয়া আখতার পরিচালিত 'গালি বয়' সাড়া ফেলে দিয়েছিল ভারতের বক্স অফিসে । শুধু বক্স অফিস নয়, রণবীর সিং অভিনীত এই ফিল্ম মন জিতেছিল সমালোচকদেরও । এখনও এই ফিল্মের জয়যাত্রা অব্যাহত । দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে ছবিটি ।
মুম্বইয়ের গলির অন্ধকারে থাকা এক ব়্যাপারের আলোয় আসার গল্প বলে 'গালি বয়' । ড্রাইভারের ছেলে হওয়া সত্ত্বেও সে ভালো লিখতে পারে, স্বপ্ন দেখে বড় ব়্যাপার হওয়ার । আর তার সেই অসম্ভব স্বপ্ন সত্যি হওয়ার জার্নি তুলে ধরা হয়েছে এই ফিল্মে ।