পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বুসান ফিল্ম ফেস্টিভালে আমন্ত্রিত 'গালি বয়' - Gully Boy in busan film festival

জ়োয়া আখতার পরিচালিত 'গালি নয়' দেখানো হবে দক্ষিণ কোরিয়ার 'বুসান ফিল্ম ফেস্টিভাল'-এ । এই বছরই অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে এই ফেস্টিভাল ।

Gully Boy in busan film festival
Gully Boy in busan film festival

By

Published : Jul 24, 2020, 9:43 PM IST

মুম্বই : 2019 সালে মুক্তিপ্রাপ্ত জ়োয়া আখতার পরিচালিত 'গালি বয়' সাড়া ফেলে দিয়েছিল ভারতের বক্স অফিসে । শুধু বক্স অফিস নয়, রণবীর সিং অভিনীত এই ফিল্ম মন জিতেছিল সমালোচকদেরও । এখনও এই ফিল্মের জয়যাত্রা অব্যাহত । দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে ছবিটি ।

মুম্বইয়ের গলির অন্ধকারে থাকা এক ব়্যাপারের আলোয় আসার গল্প বলে 'গালি বয়' । ড্রাইভারের ছেলে হওয়া সত্ত্বেও সে ভালো লিখতে পারে, স্বপ্ন দেখে বড় ব়্যাপার হওয়ার । আর তার সেই অসম্ভব স্বপ্ন সত্যি হওয়ার জার্নি তুলে ধরা হয়েছে এই ফিল্মে ।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন যে, "গালি বয়-কে ঐতিহ্যময় বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে আমন্ত্রণ জানানো হয়েছে । রিকোয়েস্ট সিনেমা স্ক্রিনিং ক্যাটেগরির অন্তর্গত হতে চলেছে ছবিটি । 2020 সালের অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় এই ফেস্টিভাল চলবে ।"

7 অক্টোবর থেকে 16 অক্টোবর চলবে এই ফিল্ম ফেস্টিভাল । অনেক শুভেচ্ছা টিম 'গালি বয়'-কে ।

ABOUT THE AUTHOR

...view details