পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মেলবোর্ন ফিল্ম ফেস্টিভালে সেরা ছবির পুরস্কার পেল 'গালি বয়' - award

IFFM-এ সেরা ছবির পুরস্কার পেল 'গালি বয়' । রীমা দাসের 'বুলবুল ক্যান সিং' পেয়েছে সেরা ইন্ডি ফিল্মের পুরস্কার ও 'অন্ধাধুন'-র জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন শ্রীরাম ।

গালি বয়

By

Published : Aug 9, 2019, 10:32 PM IST

মেলবোর্ন : মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল 'গালি বয়' । পুরস্কার পেয়ে আনন্দিত পরিচালক জ়োয়া আখতার । বলেন, "আমি খুব উৎসাহিত । এই সন্ধ্যা আমি কোনওদিন ভুলব না । একজন নির্মাতা হিসেবে এটা আমার প্রথম পুরস্কার ।"

অসমীয়া ছবি নির্মাতা রীমা দাসের 'বুলবুল ক্যান সিং' পেয়েছে সেরা ইন্ডি ফিল্মের খেতাব । আর 'অন্ধাধুন'-র জন্য শ্রীরাম রাঘবন পেয়ছেন সেরা পরিচালকের পুরস্কার । শ্রীরাম বলেন, "এই অ্যাওয়ার্ড ও অন্ধাধুনের প্রতিক্রিয়ার প্রতি আমি কৃতজ্ঞ ও আপ্লুত । ছবিটি ফ্রেঞ্চ শর্ট ফিল্মের থেকে অনুপ্রাণিত ।"

'অন্ধাধুন'-এ অভিনয়ের জন্য তব্বুকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে । সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিজয় সেতুপতি । 'সুপার ডেলুক্স'-এ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন বিজয় । তব্বু বলেন, "অস্ট্রেলিয়াতে এটা আমার প্রথমবার, কিন্তু আমি সারা জীবন এটাকে মনে রাখব । আমার জন্য চরিত্রটি লেখার জন্য শ্রীরামকে ধন্যবাদ । মহিলা চরিত্রে পরিবর্তন আনার জন্য এই চরিত্র । এই চরিত্রের জন্য আমার উপর ভরসা করায় ধন্যবাদ ।"

বলিউড কিং খান জিতে নিয়েছেন এক্সিলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড । এই অনুষ্ঠানে করণ জোহারের প্রথম ছবি 'কুচ কুচ হোতা হ্যায়'-র 20 বছর পূরণ করার উৎসবও পালন করা হয় । করণ বলেন, "আমি আজ এখানে শুধুমাত্র কুচ কুচ হোতা হ্যায়-র জন্য আছি । আমার বিশ্বাস হচ্ছে না যে আমি একজন ছবি নির্মাতা । আমার মা-বাবা ভেবেছিলেন এই সিনেমার ব্যবসার জন্য আমি অনেক ঠুনকো । আমার থেকেও আমাকে যে দু'জন মানুষ বেশি ভরসা করেন তাঁরা হলেন আদিত্য চোপড়া ও শাহরুখ খান ।"

ABOUT THE AUTHOR

...view details