মুম্বই : সিনেমার ট্রেলারে যে ঝলক পাওয়া গেছিল, সিনেমার প্রথম গানেও সেই একই ইমেজ বজায় থাকল । কথা হচ্ছে 'গুলাবো সিতাবো' নিয়ে । মুক্তি পেল সিনেমার প্রথম গান 'জুতম ফেঁক' ।
গানটি গেয়ে পীযূষের কী অনুভূতি ? IANS-কে জানালেন গায়ক । বললেন, "গানটা অসাধারণ । মির্জ়া আর বাঙ্কির মজার সম্পর্ককে দারুণ ভাবে তুলে ধরেছে গানটা । গানটার কম্পোজ়ার অভিষেক আরোরা আর পরিচালক সুজিত সরকার আমার উপরে খুব ভরসা করেছেন । পুনীত শর্মার অসাধারণ লিরিক্সে আমি একটা নাটকীয়তা যোগ করার চেষ্টা করেছি ।"