পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ETV ভারত সিতারার সঙ্গে আলাপচারিতায় সৃষ্টি শ্রীবাস্তব - gulabo sitabo

ভারতীয় থিয়েটার, টেলিভিশন ও হিন্দি ওয়েব সিরিজ়ের বর্তমান প্রজন্মের পরিচিত মুখ সৃষ্টি শ্রীবাস্তব । শুধু তাই নয় বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের মাধ্যমে ছাপ ফেলেছেন তিনি । 2018 সালে 'দিল জঙ্গলি' ছবিতে তাঁর অভিষেক হয় । 2019 সালে মুক্তিপ্রাপ্ত 'গালি বয়' ছবিতে কাজ করেছিলেন তিনি, আলিয়া ভাটের সঙ্গে তাঁর মারপিটের দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছিল । এবার তাঁকে দেখা যাবে সুজিত সরকার পরিচালিত 'গুলাবো সিতাবো' ছবিতেও । ETV ভারত সিতারার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সৃষ্টি শেয়ার করলেন নিজের অভিজ্ঞতার কথা ।

ে্ি
ে্ি

By

Published : Jun 5, 2020, 11:04 PM IST

প্রশ্ন : 'গালি বয়' ছবিতে আলিয়া ভাটের সঙ্গে আপনার মারপিট রীতিমতো আলোচনার বিষয় ছিল...

সৃষ্টি : আপনাকে একটা কথা বলব, আমার মা এখন এই দৃশ্যটা দেখছেন । এই দৃশ্যটা নিয়ে তিনি একেবারে অবসেসড ।

প্রশ্ন : তারপরে 'গুলাবো সিতাবো'। কোন চরিত্রে দেখব আপনাকে ?

সৃষ্টি : ছবিতে আমি আয়ুষ্মান খুরানার বোনের চরিত্রে অভিনয় করেছি ।

প্রশ্ন : স্বপ্ন সত্যি হওয়ার মত একটা ব্যাপার?

সৃষ্টি : সত্যিই স্বপ্নপূরণ হওয়ার মতই একটা ব্যাপার । আয়ুষ্মান তো বটেই । অমিতাভ বচ্চনও রয়েছেন ছবিতে । আলিয়ার সঙ্গে কাজ করলাম, রণবীর সিংয়ের সঙ্গে কাজ করলাম । এবার অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা । যবে থেকে জানতে পেরেছি তাঁদের সঙ্গে কাজ করব, তবে থেকেই আমি এক্সাইটেড ।

.

প্রশ্ন : ছবির অফার কীভাবে আসে?

সৃষ্টি : এই ছবির কাস্টিং ডিরেক্টর হলেন যোগী স্যার । তাঁর কম্পানি আমাকে একটা অডিশনের জন্য ডেকেছিল । সেই অডিশনে যাওয়ার পর আমি জানতে পারলাম, এটা হচ্ছে ছবি । এবং সেখানে কাজ করছেন অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা । আমি তখনই বলে ফেলি এটা আমি করতে চাই । অডিশন চলাকালীন আমার হৃদস্পন্দন জোরে হয়ে গিয়েছিল ।

.

প্রশ্ন : কীভাবে অডিশন হয়েছিল?

সৃষ্টি : ছবির একটি দৃশ্যে আমাকে অভিনয় করতে বলা হয়েছিল । সেই দৃশ্যটা কী, রিলিজ়ের আগে আমি বলতে পারব না । সেই দৃশ্যটি ছবিতে আমার অন্যতম প্রিয় দৃশ্য । অডিশনে যোগী স্যার ছিলেন । আমাকে কিউ দিয়েছিলেন । অডিশন হয়ে যাওয়ার দু'সপ্তাহ পর আমার কাছে ফোন আসে । জানানো হয় চরিত্রটা আমি পেয়েছি । তারপর ছবির যাবতীয় কাজ শুরু হয় । সুজিত স্যারের সঙ্গে দেখা হয় । লখনউতে যাই...।

প্রশ্ন : আপনি তো বোধহয় লখনউয়ের মেয়ে ?

সৃষ্টি : আমার মায়ের বাড়ি লখনউয়ে । আমার পরিবার উত্তরপ্রদেশে । আমার জন্ম হয়েছে লখনউয়ে ।

.

প্রশ্ন : আর লেখাপড়া?

সৃষ্টি : আমি বড় হয়েছি মুম্বইতে । লেখাপড়া করেছি সেখানেই । তবে লখনউতে ঘনঘন যাতায়াত করতাম ।

প্রশ্ন : তাহলে তো লখনউতে ছবির শুটিং করা খুব স্পেশাল ব্যাপার ছিল ?

সৃষ্টি : খুব । থিয়েটারের শোয়ের জন্যও লখনউতে খুব যাতায়াত করেছি ।

.

প্রশ্ন : আপনি কি জানেন বাংলায় আমরা মায়ের বাপের বাড়িকে মামারবাড়ি বলি ? সেই জায়গাতেই অমিতাভ বচ্চনের সঙ্গে শুটিং করার কথা কখনও কি স্বপ্নে ভেবেছিলেন ?

সৃষ্টি : আমি শুনেছি । (হাসি) সত্যি কথা বলতে কী, জীবনেও কল্পনা করতে পারিনি । যে লখনউতে এত যাতায়াত করেছি, সেখানেই আমার স্বপ্ন পূরণ হবে । তবে পূরণ হয়েছে ।

.

প্রশ্ন : আপনার যে একটা আন-কনভেনশনাল চেহারা আছে, সেটা কি কেউ আপনাকে বলেছে ?

সৃষ্টি : সেরকম ভাবে কেউ বলেনি । কিন্তু অনেকেই বলে আমাকে ভিডিয়োতে খুব সুন্দর লাগে ।

প্রশ্ন : অনেকে কিন্তু আপনাকে টমবয় ভাবে...

সৃষ্টি : আমি কিন্তু ভিতর থেকে একেবারেই সেরকম টমবয় নই । হয়তো মানুষ এটা মনে করে, কারণ আমি সেরকম চরিত্রে অভিনয় করেছি । অনেকেই মনে করে, 'গার্লস হস্টেল' ওয়েব সিরিজ়ের জোয়ের মতোই ছেলেছেলে টাইপের মেয়ে । কিন্তু সেটা আমি নই । আমি আমার মত চিল আর হ্যাপি ।

প্রশ্ন : আপনার অভিনয়ের প্রশংসা করে সবাই । অভিনেত্রীই হতে চেয়েছিলেন ?

সৃষ্টি : ছোটোবেলা থেকেই আমি হিরোইন হতে চেয়েছিলাম । সবসময়ই আমি অভিনয় করতে চেয়েছিলাম । কলেজে পড়ার সময় এদিকে-ওদিকে অভিনয় করেছিলাম থিয়েটারে । অভিনয় শেখার জন্য কলেজ শেষ হওয়ার পর ড্রামা স্কুলে ভরতি হই । গ্রামার স্কুল থেকে আমার অভিনয়ের যাত্রা শুরু হয় ।

প্রশ্ন : আপনি তো প্রচুর থিয়েটার করেছেন ?

সৃষ্টি : হ্যাঁ । সেখান থেকেই আমার সবকিছু শুরু । এখনও আমি থিয়েটার করছি । লকডাউন চলছে বলে এখন হচ্ছে না । তা না হলে নিয়মিত থিয়েটার করি ।

প্রশ্ন : কী কী চরিত্রে অভিনয় করেছেন ?

সৃষ্টি : সবকটা চরিত্রই খুবই ইন্টারেস্টিং । দ্রৌপদীর চরিত্রে অভিনয় করতে বরাবরই আমার ভালো লাগে । 'শিখণ্ডি' বলে একটি নাটক করি আমি । সেখানে দ্রৌপদীর চরিত্রটা করি । এই দ্রোপদী কিন্তু একটু অন্যরকম । সে ভীষণ ভোকাল । সে পান্ডবদের নিজেদের জায়গায় থাকতে বলে । মানব কলের সঙ্গে একটি নাটকে কাজ করি আমি । সেখানে আমার আরতি চরিত্রটাও খুব প্রিয় ।

প্রশ্ন : আজ থেকে কয়েক বছর পর সৃষ্টি শ্রীবাস্তব নিজেকে কোন জায়গায় দেখতে চাইছেন ?

সৃষ্টি : আমি নিজেকে সুপারস্টার হিসেবে দেখতে চাই । এটাই আমার স্বপ্ন । আগামী কয়েক বছরে আমি বড় বড় ছবিগুলোতে কাজ করতে চাই । আমি পারফরম্যান্সের প্রত্যেকটা দিক করে দেখতে চাই । আমি চাই লোকে আমার কাজ দেখে আমাকে চিনুক । কোনও বিশেষ ধরনের ছবিতে নিজেকে আটকে রাখতে চাই না । আমি স্ক্রিনে নাচতে চাই, দারুণ অভিনয় করতে চাই, পৃথিবীতে ঘুরে দেখতে চাই...।

প্রশ্ন : অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিনে কাজ করার স্বপ্ন পূরণ হল... কোন অভিনেতার সঙ্গে স্ক্রিনে রোম্যান্স করতে চান?

সৃষ্টি : (হাসি)। এই লিস্টটা খুব লম্বা । আমার মাথাতে এখন যাঁদের নাম আসছে বলছি । রণবীর কাপুর, রণবীর সিং, ভিকি কৌশল, সিদ্ধান্ত চতুর্বেদী এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি ।

প্রশ্ন : কলকাতায় এসেছেন কখনও ?

সৃষ্টি : অনেক বছর আগে নাটক করতে গেছি কলকাতায় । আবার যাব । খুব ভালোলাগে জায়গাটা ।

ABOUT THE AUTHOR

...view details