পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ছবিতে অতিথি শিল্পী হিসেবেও ডাকেনি ডেভিড, বিস্ফোরক গোবিন্দা - ডেভিড ধাওয়ানের বিরুদ্ধে গোবিন্দা

ডেভিড ধাওয়ান পরিচালিত 17 টি ফিল্মে হিরোর চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দা । তবে একটা সময়ের পর গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্যেও ডেভিড ডাকেননি তাঁকে, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক গোবিন্দা ।

Govinda slams Varun Dhawan
Govinda slams Varun Dhawan

By

Published : Feb 21, 2020, 7:17 PM IST

মুম্বই : লাগাতার 17 টি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ডেভিড-গোবিন্দা । অভিনেতা-পরিচালকের এই জুটি একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছে দর্শককে । তবে আজ সেই গোবিন্দাই ক্ষোভ প্রকাশ করলেন ডেভিড ধাওয়ানের বিরুদ্ধে । কিন্তু, কেন ?

2004 থেকে 2009 অবধি সাংসদ ছিলেন গোবিন্দা । যখন রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন, তখন কাজের জন্য তিনি যোগাযোগ করেছিলেন ডেভিডের সঙ্গে । গোবিন্দা বলেন, "আমি আমার সেক্রেটারিকে ফোনের স্পিকার অন করে রাখতে বলি । শুনতে পাই ডেভিড বলছে, "গোবিন্দা আজকাল বড় বেশি প্রশ্ন করে, ওর সঙ্গে আর কাজ করব না । ওকে বল কোনও ছোটোখাটো চরিত্রে অভিনয় করতে ।" এটা শুনে আমি চমকে যাই । সিদ্ধান্ত নিই, আর কোনও দিন ওর সঙ্গে কাজ করব না ।"

ডেভিডের কুলি নম্বর ওয়ান-এ গোবিন্দা

তারপরেও গোবিন্দা ফোন করেছিলেন ডেভিডকে । "আমি 4-5 মাস পর আবার ফোন করি ওকে, জানতে চাই ওর ছবিতে অতিথি শিল্পী হিসেবে কোনও চরিত্র দেবে কিনা । কিন্তু, ও কোনওদিন কলব্যাক করল না ।", উগড়ে দিলেন গোবিন্দা ।

ডেভিডের পরবর্তী ছবি 'কুলি নম্বর ওয়ান'-এ অভিনয় করছেন বরুণ ধাওয়ান । 1995 সালে এই ছবিতে অভিনয় করেছিলেন গোবিন্দা ও করিশ্মা কাপুর, সেটাকেই রিক্রিয়েট করতে চলেছেন বরুণ । এই প্রসঙ্গে গোবিন্দা বলেন, "আমার মনে হয় না বরুণ ওর বাবার সঙ্গে 17 টা ফিল্ম করবে । কারণ ও শিক্ষিত । আমি বুঝিনি একজন পরিচালকের সঙ্গে 17 টা ফিল্মে অভিনয় করার কী মানে.."

সঞ্জয় দত্তের অনুরোধে ডেভিডকে সুযোগ দিয়েছিলেন গোবিন্দা । তিনি বললেন, "সেই সময় আমি পাঞ্জাবীদের কাজের সুযোগ করে দিতাম । আমার ডেভিডকে ভালো লাগত, অনেক ফিল্ম করেছি আমরা একসঙ্গে । আমি আমার পরিচালক ভাইয়ের সঙ্গেও এত ছবিতে কাজ করিনি ।"

বরুণ-সারা

তবে বরুণ ধাওয়ানকে শুভেচ্ছা জানাতে ভোলেননি গোবিন্দা । বরুণের সঙ্গে 'কুলি নম্বর ওয়ান'-এ থাকছেন সারা আলি খান । ছবির মুক্তি 2020 সালের 1 মে ।

ABOUT THE AUTHOR

...view details