মুম্বই : আজ সেই দিন, যেদিন সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ফিল্ম 'দিল বেচারা' মুক্তি পেল ডিজ়নি হটস্টারে । আবেগপ্রবণ রিয়া চক্রবর্তী । নিজের প্রয়াত প্রেমিককে শেষবারের মতো অভিনয় করতে দেখবেন রিয়া । কষ্ট তো হবেই !
সোশাল মিডিয়ায় ছবির একটি পোস্টার শেয়ার করেছেন রিয়া । ক্যাপশনে লিখেছেন, "তোমায় দেখতে অনেকটা সাহস লাগবে আমার । আমি জানি তুমি আমার সঙ্গেই আছ । আমি তোমায় আর তোমার ভালোবাসাকে সেলিব্রেট করব আজ ।"