পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লেখক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইতে নওয়াজ় - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

লেখক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইতে এলেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি, থুড়ি 'ঘুমকেতু' ।

Ghoomketu teaser released
Ghoomketu teaser released

By

Published : May 15, 2020, 4:01 PM IST

মুম্বই : মুক্তি পেল কমেডি ড্রামা 'ঘুমকেতু'-র টিজ়ার । কমিক টাইমিংয়ে নজর কাড়লেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি ও অনুরাগ কাশ্যপ । পরিচালনায় পুষ্পেন্দ্র নাথ মিশ্র ।

লেখক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইতে পা রাখে ঘুমকেতু । আর এদিকে ঘুমকেতুকে পাকড়াও করার দায়িত্ব দেওয়া হয় ফাঁকিবাজ পুলিশ অনুরাগ কাশ্যপকে । টিজ়ারের শেষে দেখা যায় ঘুমকেতু নিজেই তার স্ক্রিপ্ট চুরির অভিযোগ জানাতে এসে উপস্থিত অনুরাগের কাছে । তারপর ?

সেটুকু সাসপেন্সকে জিইয়ে রেখেই টিজ়ার শেষ হয়েছে । তবে চমক আরও রয়েছে । অনুরাগ আর নওয়াজ় ছাড়া ছবিতে অমিতাভ বচ্চন, রণবীর সিং আর সোনাক্ষী সিনহাকেও দেখা গেল । যদিও তাঁদের চরিত্রগুলো ঠিক বোঝা গেল না ।

আগামী 22 মে জ়ি ফাইভে মুক্তি পেতে চলেছে 'ঘুমকেতু' । দেখে নিন টিজ়ার...

ABOUT THE AUTHOR

...view details