মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়েছিলেন জেনিলিয়া দেশমুখ । তবে এখন তিনি পুরোপুরি সুস্থ । আর সেকথা সোশাল মিডিয়ায় জানিয়েছেন তিনি নিজেই ।
গতকাল নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন জেনিলিয়া । ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি । সেখানে লেখেন, "তিন সপ্তাহ আগে আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । 21দিন আইসোলেশনে ছিলাম । ভগবানের দয়ায় আমার রিপোর্ট নেগেটিভ এসেছে । এই দিনগুলো আমার কাছে 21 চ্যালেঞ্জিং ছিল ।"