মুম্বই : একটি শো হোস্ট করতে চলেছেন রীতেশ দেশমুখ ও জেনিলিয়া । বয়স ও লিঙ্গ বৈষম্যের মতো বিষয় উঠে আসবে ওই শোতে । এর আগে অবশ্য একাধিক ছবিতে রীতেশের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন জেনিলিয়া । আর ফের একবার স্বামীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি ।
এই শোয়ের নাম 'লেডিস ভার্সেস জেন্টলম্যান'। বয়স ও লিঙ্গ বৈষম্যের মতো বিষয় নিয়ে তর্ক-বিতর্ক, যুক্তি পালটা যুক্তি উঠে আসবে এই শোতে । প্যানেলে থাকবেন করণ ওয়াহি, করণ কুন্দ্রা, বিকাশ গুপ্ত, নিয়া শর্মা, তেজস্বী প্রকাশ, বানি জে, রেশমি দেশাই, পারাস ছাবড়া ও রিথভিক ধনজানি ।
এই শো প্রসঙ্গে জেনিলিয়া বলেন, "অনেক দিন পর ফের রীতেশের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে । শো-তে প্রতিদিন আলোচনা হবে । থাকবে টুইস্টও । যাঁরা প্যানেলে থাকবেন তাঁরা নিজেদের মত প্রকাশ করবেন । আশাকরি বিষয়টি দর্শকদের ভালো লাগবে । এই বিষয়ের সঙ্গে অনেকেই একাত্ম হতে পারবেন । আর এই পরিস্থিতিগুলির সম্মুখীন কোনও না কোনও সময় প্রায় সবাই হয়েছেন ।"
রীতেশ বলেন, "এই শো জেনিলিয়ার সঙ্গে হোস্ট করার সুযোগ পাচ্ছি । এটা আমার কাছে খুব স্পেশাল । আর এই শো-এর মাধ্যমে আমাদের নিজেদের সম্পর্কের কিছু বিষয়ও উঠে আসবে । যার সম্মুখীন আমরা হয়েছিলাম । আশাকরি দর্শকদের ভালো লাগবে ।" আগামীকাল থেকে ফ্লিপকার্ট অ্যাপে দেখা যাবে এই শো ।
2003 সালে 'তুঝে মেরি কসম' দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন রীতেশ । সেখানে জেনিলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । এরপরও একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন তাঁরা ।