মুম্বই, 24 জুন : রিল লাইফ রোম্যান্স কিং শাহরুখ খানের রিয়েল লাইফ প্রেমকাহিনি সিনেমার গল্পের থেকে কম কিছু নয় । লাইম লাইটে সবসময় থাকেন বলিউডের কিং-কুইন । সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই উঠে আসে শাহরুখ-গৌরীর বেশ কিছু নজর কাড়া ছবি । বুধবার এমনই একটি থ্রোব্যাক ছবি পোস্ট করে সেলেব মহল থেকে শুরু করে নেটিজেনদের নজর কাড়লেন গৌরী খান ।
ভাল স্মৃতি উপভোগ করুন, থ্রোব্যাক ছবি পোস্ট করে বার্তা গৌরীর
শাহরুখের সঙ্গে থ্রোব্যাক ছবি পোস্ট করে স্মৃতিচারণ গৌরী খানের ।
করোনা আবহে লকডাউনে সকলেই গৃহবন্দি । একাকিত্বে ভুগছে সবাই । তার বিকল্প হয়নি সেলেব মহলেও । তাই সকলের জন্য বিশেষ বার্তা দিয়ে ছবি পোস্ট করলেন গৌরী । শাহরুখের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, " ভাল মুহূর্তগুলিকে সংগ্রহ করুন" অর্থাৎ জীবনের সেরা মুহূর্তগুলিকে দেখেই পুনরায় সেই স্মৃতিকে উপভোগ করার কথায় বলেন গৌরি । ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ কালো শুটে এবং গৌরী পরে আছে গোল্ডেন ড্রেস । ছবিটি আপলোড হতেই ভক্তদের লাভ রিয়েক্টের বন্যা ।
সেলেব মহল থেকেও কমেন্টের বন্যা তাঁদের পোস্ট জুড়ে । জোয়া আখতার, ভাবনা পান্ডে, সীমা খান সকলেই তাঁদের এই ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ । বলিউডের বাদশাকে শেষ দেখা গিয়েছিল জিরো সিনেমায় । করোনা আবহে কিং খান বেশিরভাগ সময়ই কাটিয়েছেন পরিবারের সঙ্গে । তাই শুটিংয়ের কাজ বন্ধ ছিল । শাহরুখকে পরবর্তী পাঠান সিনেমায় দেখা যাবে । কিং খানের বিপরীতে থাকবেন দীপিকা পাডুকোন ।