পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আলিয়া ও বনশালির বিরুদ্ধে মামলা গাঙ্গুবাই পুত্রের

হুসেন জ়াইদির উপন্যাস 'দা মাফিয়া কুইনস অফ মুম্বই' অবলম্বনে তৈরি হচ্ছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। এদিকে ছবির কাহিনি নিয়ে আপত্তি তুলে আলিয়া সহ পরিচালক সঞ্জয় লীলা বনশালি, হুসেন জ়াইদি ও জেন বরজেস নামে এক সাংবাদিকের বিরুদ্ধে বম্বে সিভিল কোর্টে মামলা দায়ের করেন গাঙ্গুবাইয়ের ছেলে ।

asd
asd

By

Published : Dec 27, 2020, 11:45 AM IST

মুম্বই : আইনি জটিলতায় জড়িয়ে পড়ল আলিয়া ভাটের আপকামিং ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। লকডাউনের জেরে কিছুদিন বন্ধ ছিল এই ছবির শুটিং । কিন্তু, নিউ নর্মালে ফের শুটিং শুরু হয়েছে । আর ঠিক তখনই ছবির কাহিনি নিয়ে আপত্তি তুলে মামলা দায়ের করলেন গাঙ্গুবাই পুত্র বাবুজি রাওজি শাহ ।

এই ছবিতে গাঙ্গুবাঈ-এর চরিত্রে দেখা যাবে আলিয়াকে । 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' আন্ডারওয়ার্ল্ড ডনদের মা হিসেবে পরিচিত ছিলেন । হুসেন জ়াইদির উপন্যাস 'দা মাফিয়া কুইনস অফ মুম্বই' অবলম্বনে তৈরি হচ্ছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। এদিকে ছবির কাহিনি নিয়ে আপত্তি তুলে আলিয়া সহ পরিচালক সঞ্জয় লীলা বনশালি, হুসেন জ়াইদি ও জেন বরজেস নামে এক সাংবাদিকের বিরুদ্ধে বম্বে সিভিল কোর্টে মামলা দায়ের করেন বাবুজি ।

'দা মাফিয়া কুইনস অফ মুম্বই'-এর বেশ কিছু অংশ নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি । তাঁর অভিযোগ, এই উপন্যাসের বেশ কয়েকটি অংশ অত্যন্ত অপমানজনক । এছাড়া বিষয়গুলি স্বাধীনতা ও আত্ম-সম্মানকে ক্ষুণ্ণ করছে । তাই তাঁর দাবি, অবিলম্বে এই বইয়ের প্রকাশ বন্ধ করা হোক । এমনকী, বই অবলম্বনে গাঙ্গুবাইয়ের জীবনের উপর ভিত্তি করে যে ছবি তৈরি করা হচ্ছে তার কাজও বন্ধ করা হোক ।

তবে ছবিতে গাঙ্গুবাইয়ের চরিত্রকে বিকৃত করা হয়েছে কি না আদাতলের তরফে সেই জবাব চাওয়া হয়েছে প্রযোজকদের কাছে । এই মামলার পরবর্তী শুনানি 7 জানুয়ারি । এদিকে আগামী সপ্তাহে অভিযুক্তদের বিরুদ্ধে বাবুজি ফৌজদারি মামলা দায়ের করতে পারেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী নরেন্দ্র দুবে ।

এর আগেও একাধিক ছবি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বনশালি । বিতর্কের জেরে নিজের আগের ছবির নাম বদলে ‘পদ্মাবত’ করেছিলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details