মুম্বই : পাজ়লের টুকরো দিয়ে নিজের ছোট্ট গণেশ তৈরি করল তইমুর । হাতে তাঁর লাড্ডু, সামনে বসে থাকা কচিকাচাদের দল, ভালো করে নজর করলেন পুজোর ফুলও দেখা যাবে । হ্যাঁ, এভাবেই সেজে উঠলেন তইমুরের খেলনা গণেশ ।
করিনা শেয়ার করেছেন দু'টো ছবি । নিজের তৈরি গণেশের সামনে হাত জোড় করে বসে ছোট্ট তইমুর । দেখেই মন ভালো হয়ে যায় যেন !
ক্য়াপশনে করিনা লিখেছেন, "এই বছর গণপতি সেলিব্রেশন একটু আলাদা হবে হয়তো । তবে টিম কিন্তু, একটু ছোটো লেগো গণেশ বানিয়ে আজকের দিনটিকে বিশেষ করে তুলেছে আমাদের সবার জন্য ।" টিম মানে তইমুর ।
সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাতে ভোলেননি করিনা । আনন্দের সঙ্গে সবার সুস্বাস্থ্যেরও প্রার্থনা করেছেন তিনি । দেখে নিন করিনার পোস্ট...