মুম্বই : বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান অভিযোগ এনেছিলেন যে, CDA প্রদত্ত ক্ষমতা কাজে লাগিয়ে গণেশ তাঁর ডান্সারদের শোষণ করেন । তিনি এই অভিযোগও এনেছিলেন যে, বেশি টাকার লোভ দেখিয়ে গণেশ CDA থেকে ডান্সারদের বের করে নিয়ে যাচ্ছেন । এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন গণেশ ।
তিনি বললেন, "সরোজজী ভুল বলছেন । যখন CDA বন্ধ হয়ে গেছিল, তখন তো উনি একবারও এসে তা খোলার চেষ্টা করেননি । পাঁচজন কো-অর্ডিনেটরকে নিয়োগ করা হয়, প্রত্যেকের থেকে 15 লাখ টাকা করে নেওয়া হয় । তখন 217 জন মাস্টার সই করে জানিয়েছিল যে, তারা কোনও কোঅর্ডিনেটরকে চান না ।"
গণেশ আরও বলেন, "সরোজজীর যদি এত ক্ষমতা থাকে, তাহলে ডান্সারদের সামনে আসুন না । ডান্সারদের প্রশ্ন করুন না, গণেশ আচার্য পয়সা নিচ্ছে কিনা । আপনি কেন মিডিয়ার সামনে নিজে থেকে এসব অভিযোগ আনছেন ?"