মুম্বই : বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচার্য । তাঁর কর্মদক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না । তবে বছরের শুরুটা খুব একটা ভালো যাচ্ছে না গণেশের । একের পর এক গুরুতর অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে । 33 বছর বয়সী এক মহিলা গণেশের বিরুদ্ধে অভিযোগ আনলেন যে, জোর করে তাকে অ্যাডাল্ট ভিডিয়ো দেখাতে চেয়েছিলেন গণেশ । মুম্বইয়ের আম্বোলি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন মহিলা ।
ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোরিওগ্রাফার্স অ্যাসোসিয়েশন (IFTCA)-এর জেনারেল সেক্রেটারি গণেশ । অভিযোগকারী মহিলাও সেই প্রতিষ্ঠানেরই অন্যতম কোরিওগ্রাফার । মহিলা অভিযোগ এনেছেন যে, জেনারেল সেক্রেটারি পদ গ্রহণ করার পর থেকেই নানা ভাবে তাকে হেনস্থা করে চলেছেন গণেশ ।
আরও পড়ুন : সরোজ খান vs গণেশ আচার্য : তুমুল দ্বন্দ্ব বলিউডের দুই তাবড় কোরিওগ্রাফারের