পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সরোজের বিরুদ্ধে বিস্ফোরণ গণেশের, হুমকি মানহানি মামলার - গণেশ আচার্যের খবর

সরোজ খানের বিরুদ্ধে বিস্ফোরণ গণেশ আচার্যের । তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছেন সরোজজী, অভিযোগ গণেশের । ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

Ganesh Acharya against Saroj khan. Ganesh Acharya latest news
Ganesh Acharya against Saroj khan. Ganesh Acharya latest news

By

Published : Jan 29, 2020, 11:57 AM IST

মুম্বই : গতকালই এক মহিলা গণেশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন । অভিযোগ ওঠে যে, সেই মহিলাকে জোর করে অ্যাডাল্ট ভিডিয়ো দেখাচ্ছিলেন গণেশ । আর আজ গণেশ তোপ দাগলেন সরোজ খানের বিরুদ্ধে । বললেন, সরোজজীই চক্রান্ত করেছেন তাঁর বিরুদ্ধে ।

গণেশ বলেন, "আমার ইমেজকে নষ্ট করার জন্য এটা একটা চক্রান্ত । এই ইন্ডাস্ট্রিতে সরোজ খানের মতো কিছু মানুষ আছেন, যারা এই ইন্ডাস্ট্রিতে দুর্নীতি ছড়ানোর চেষ্টা করছেন । আমি এই ইন্ডাস্ট্রিতে আসার পর যাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তাদের কাজ ।"

আরও পড়ুন : মহিলাকে অ্যাডাল্ট ভিডিয়ো দেখতে বাধ্য করলেন গণেশ ? দায়ের অভিযোগ

তিনি আরও বলেন, "আমি সরোজ খানের বিরুদ্ধে মানহানির মামলা করব । শুধু সরোজ খানের বিরুদ্ধে নয়, ওর টিমের প্রত্যেকের বিরুদ্ধে, যারা আমায় ছোটো করতে এত নীচ অবধি নামতে পারেন । ওরা বাড়িতে বসে বেআইনি ভাবে টাকা রোজগার করত, আমি আসার পর ওদের বিরুদ্ধে গলা তুলি ।"

বেশ কিছুদিন ধরেই আচার্য আর খানের মধ্যে চলছে টাসল । সরোজ অভিযোগ তোলেন যে, গণেশ 'সিনে ডান্সার অ্যাসোসিয়েশন'কে ভাঙার চেষ্টা করছেন । আর এবার গণেশ তোপ দাগলেন সরোজের বিরুদ্ধে । বলিউডের দুই বিখ্যাত কোরিওগ্রাফারের এই দ্বন্দ্ব কতদিন চলবে ? উত্তর দেবে সময় ।

ABOUT THE AUTHOR

...view details