মুম্বই : মোয়াজ়মা হুনেন নামে এক পাকিস্তানির উদ্যোগে কনসার্ট হচ্ছে অ্যামেরিকাতে। সেই অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন আলকা, কুমার শানু ও উদিত। তাঁরা যাতে এই অনুষ্ঠানে পারফর্ম না করেন সেই জন্য নোটিশ পাঠাল FWICE।
ANI সূত্রে জানানো হচ্ছে যে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ় গায়ক আলকা ইয়াগনিক, কুমার শানু ও উদিত নারায়াণকে নোটিশ পাঠিয়েছে। পাকিস্তানি অর্গানাইজ়ার মোয়াজ়মা হুনেনের উদ্যোগে হওয়া একটি কনসার্টে ওঁরা পারফর্ম করছে শুনে FWICE ওঁদের অনুরোধ করেছে কনসার্ট থেকে পিছিয়ে আসার জন্য।