পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মাদক মামলায় গ্রেপ্তার অর্জুন রামপালের বন্ধু - NCB questioned Arjun

বার্টেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল অগিসিয়ালোস ডেমেট্রিয়েডসের । অর্জুনের বান্ধবী গ্যাব্রিয়েলার ভাই অগিসিয়ালোস । এছাড়া মাদক পাচারের সঙ্গেও তিনি যুক্ত বলে অভিযোগ । আর সেই সূত্র ধরেই বার্টেলের খোঁজ পায় তদন্তকারীরা । গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদ করে NCB । এরপর আজ মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে । এই ঘটনায় এর আগে রিয়া চক্রবর্তী সহ প্রায় 20জনকে গ্রেপ্তার করেছে NCB ।

asd
asd

By

Published : Nov 13, 2020, 5:35 PM IST

মুম্বই : মাদক মামলায় অর্জুন রামপালের এক অস্ট্রেলিয়ান বন্ধু পল বার্টেলকে গ্রেপ্তার করেছে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। 25 নভেম্বর পর্যন্ত বার্টেলকে বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছে বিশেষ NDPS আদালত । আর এই বন্ধুর গ্রেপ্তারির পর আরও বলিউড অভিনেতা আরও সমস্যায় পড়েছেন বলে সূত্রের খবর ।

বার্টেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল অগিসিয়ালোস ডেমেট্রিয়েডসের । অর্জুনের বান্ধবী গ্যাব্রিয়েলার ভাই অগিসিয়ালোস । এছাড়া মাদক পাচারের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ । আর সেই সূত্র ধরেই বার্টেলের খোঁজ পায় তদন্তকারীরা । গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদ করে NCB । এরপর আজ মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে । এই ঘটনায় এর আগে রিয়া চক্রবর্তী সহ প্রায় 20জনকে গ্রেপ্তার করেছে NCB ।

এদিকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল অগিসিয়ালোসকে । ওমেগা গুডউইন নামে এক নাইজেরিয়ান কোকেন পাচারকারীর সঙ্গে যোগাযোগ ছিল তাঁর । এরপর তদন্তে নেমে অগিসিয়ালোসকে গ্রেপ্তার করে তদন্তকারীরা ।

অর্জুনের সঙ্গে ভালো যোগাযোগ ছিল বার্টেল ও অগিসিয়ালোসের । তবে শুধু অর্জুনই নয়, এছাড়াও বলিউডের একাধিক তারকার সঙ্গে যোগাযোগ ছিল তাঁদের । আর সেই সূত্র ধরেই অর্জুন ও গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদ করে NCB । পরপর দু'দিন গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদ করা হয় । আর আজ অর্জুনকে জিজ্ঞাসবাদ করে তদন্তকারীরা । তবে বার্টেল ও অগিসিয়ালোসের সঙ্গে আর কোন বলি তারকার যোগাযোগ ছিল সেই সম্পর্কে অবশ্য এখনই কোনও মন্তব্য করতে চাননি NCB আধিকারিকরা ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পায় তদন্তকারীরা । তখনই তদন্ত শুরু করে NCB । ওই সময় তদন্তে উঠে আসে একাধিক বলি তারকার নাম । জিজ্ঞাসাবাদও করা হয় তাঁদের । এমনকী, একাধিক মাদক পাচারকারীকে গ্রেপ্তারও করেছে তারা । এখনও জারি রয়েছে তদন্ত । তবে এখন আর কার নাম উঠে আসে এখন সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details