মুম্বই : গত বছরের ঘটনা। ২৪ লাখ টাকা পারিশ্রমিক নিয়েও একটি অনুষ্ঠানে পারফর্ম করতে যাননি সোনাক্ষী সিনহা। উত্তরপ্রদেশের মোরাদাবাদে তাই অভিনেত্রীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এমন খবরই সামনে এসেছে সম্প্রতি। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ পুলিশ হানা দেয় সোনাক্ষীর বাড়ি। সঙ্গে ছিল জুহু পুলিশও।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোনাক্ষীর মুখপাত্র বলেন, "এই ৯ বছর ধরে নিজের ক্যারিয়ারের প্রতিটা কাজ সোনাক্ষী নিষ্ঠা ও শ্রম দিয়ে করেছে। অভিযোগকারী যে অভিযোগ করছেন সোনাক্ষীর বিরুদ্ধে সেটা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন।"