পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জালিয়াতির কেসে সোনাক্ষীর বাড়িতে পুলিশ! - বলিউড জালিয়াতি

উত্তরপ্রদেশ পুলিশ হানা দিল সোনাক্ষী সিনহার বাড়ি। অভিনেত্রীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

সোনাক্ষী সিনহা

By

Published : Jul 12, 2019, 12:45 PM IST

Updated : Jul 12, 2019, 1:06 PM IST

মুম্বই : গত বছরের ঘটনা। ২৪ লাখ টাকা পারিশ্রমিক নিয়েও একটি অনুষ্ঠানে পারফর্ম করতে যাননি সোনাক্ষী সিনহা। উত্তরপ্রদেশের মোরাদাবাদে তাই অভিনেত্রীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এমন খবরই সামনে এসেছে সম্প্রতি। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ পুলিশ হানা দেয় সোনাক্ষীর বাড়ি। সঙ্গে ছিল জুহু পুলিশও।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোনাক্ষীর মুখপাত্র বলেন, "এই ৯ বছর ধরে নিজের ক্যারিয়ারের প্রতিটা কাজ সোনাক্ষী নিষ্ঠা ও শ্রম দিয়ে করেছে। অভিযোগকারী যে অভিযোগ করছেন সোনাক্ষীর বিরুদ্ধে সেটা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন।"

তিনি আরও বলেন, "এসব করা হচ্ছে ওঁর ভাবমূর্তী নষ্ট করার জন্য। তবে সোনাক্ষী আর ওঁর টিম এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমাদের কিছু লুকোনোর নেই, তাই আমরা কর্তৃপক্ষের সঙ্গে সবরকম সহযোগিতা করছি।"

সোনাক্ষী এখন ব্যস্ত 'খানদানি শফাখানা'-র কাজে। কমেডির মোড়কে তৈরি এই ছবি যৌনতা নিয়ে সমাজের ট্যাবুকে ভাঙতে আসছে। সঙ্গে চলছে 'মিশন মঙ্গল'-এর শুটিংও।

Last Updated : Jul 12, 2019, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details