মুম্বই : একটা একটা করে নাম বেরোচ্ছে আর চমকে উঠছেন দেশবাসী । প্রথম ছোটোখাটো নাম দিয়ে শুরু, এবার NCB-র নিশানায় বলিউডের রাঘব বোয়ালরা । ড্রাগ নেওয়ার অভিযোগ উঠেছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান এবং রকুল প্রীত সিংয়ের বিরুদ্ধে । আর এবার শোনা গেল যে, চার প্রথম সারির বলিউড অভিনেতাদেরও নাম জড়িয়েছে এই মামলায় ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে যে, সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক প্রভাবশালীদের নাম পাচ্ছে NCB । জয়া নিজে শ্রদ্ধা কাপুর ও প্রযোজক মধু মন্তেনাকে ড্রাগ দিয়েছেন বলে জানিয়েছেন । এছাড়াও আরও একাধিক নাম নিয়েছেন তিনি ।