পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সিনেমার জন্য 600 বছর পিছনে চলে গেলেন অক্ষয় - হাউজ়ফুল 4

মুক্তি পেল 'হাউজ়ফুল 4'-এর নতুন পোস্টার। অক্ষয় কুমারকে দেখা গেল একেবারে রাজকীয় বেশে।

Akshay Kumar new movie poster

By

Published : Sep 25, 2019, 12:23 PM IST

মুম্বই : 'হাউজ়ফুল' একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি তৈরি করেছে বলিউডে। যদিও 'হাউজ়ফুল ৩' খুবই সমালোচিত হয়েছিল, তবুও এই ফ্র্যাঞ্চাইজ়ির আকর্ষণ কেউ অস্বীকার করতে পারে না।

টাইম ল্যাপ্স...

'হাউজ়ফুল'-এর চতুর্থ ইনস্টলমেন্টে দেখা যাবে টাইম অ্যান্ড স্পেসের খেলা। কারণ ছবিটি একইসঙ্গে 1419 ও 2019 সালের মধ্যে ঘোরাফেরা করবে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। এছাড়াও রয়েছেন রীতেশ দেশমুখ, কৃতি স্যানন, কৃতি খরবন্দা, ববি দেওল, পুজা হেজের মতো অভিনেতারা।

27 সেপ্টেম্বর মুক্তি পাবে ছবির ট্রেলার। আর ছবির মুক্তি আসন্ন দিওয়ালিতে।

ABOUT THE AUTHOR

...view details