পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিংয়ের প্রথম দিনেই 'আদিপুরুষ'-এর সেটে আগুন - সইফ আলি খান

শুটিংয়ের প্রথম দিনেই আগুন লাগল 'আদিপুরুষ'-এর সেটে । সইফ আলি খান ও প্রভাস অভিনীত এই ছবির শুটিং হচ্ছিল মুম্বই গোরেগাওঁয়ের ফিল্ম সিটিতে । তবে আজকের শুটে সইফ বা প্রভাস কেউই ছিলেন না ।

prabhas and saif ali khan film adipurush fire
prabhas and saif ali khan film adipurush fire

By

Published : Feb 2, 2021, 9:58 PM IST

মুম্বই : আজই শুরু হয়েছিল 'আদিপুরুষ'-এর শুটিং । দক্ষিণী সুপারস্টার প্রভাস নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন এই খবর । কিন্তু, একটা গোটা দিন শেষ হওয়ার আগেই দুর্ঘটনা । আগুন লেগে গেল ফিল্মের সেটে ।

শোনা যাচ্ছে আজ দুপুর চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে । সেই সময় ঘটনাস্থলে 50-60 জন ছিলেন । এখনও অবধি কেউ আহত হয়েছেন বলে শোনা যায়নি । শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা হয়েছে বলে অনুমান করা হচ্ছে ।

আগুন লাগার সঙ্গে সঙ্গে আটটি ফায়ার ইঞ্জিন, পাঁচটি ট্যাঙ্কার ও একটি জলট্যাঙ্ক নিয়ে পৌঁছে যায় মুম্বই দমকল । বেশ কয়েকঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল ।

মুম্বই গোরেগাওঁয়ের ফিল্ম সিটিতে চলছে 'আদিপুরুষ'-এর শুটিং । তবে আজ শুটিংস্থলে প্রভাস বা সইফ কেউই ছিলেন না, তাঁদের কোনও শট ছিল না আজ ।

আরও পড়ুন : শুরু হল 'আদিপুরুষ'-এর শুটিং

ওম রাউত পরিচালিত এই ছবিতে রাবণের ভূমিকায় সইফকে নেওয়ার পর থেকেই নেটিজেনরা ছবি বয়কটের ডাক দিয়ে চলেছেন । সেই সব প্রতিবাদকে উপেক্ষা করেই 'আদিপুরুষ'-এর শুটিং শুরু করেছেন পরিচালক ।

ABOUT THE AUTHOR

...view details