মুম্বই : আজ বরুণ ধাওয়ান ও সারা আলি খান অভিনীত 'কুলি নং ১'-র সেটে আগুন লাগে ।
সকাল সাড়ে 12 টা নাগাদ গুরুগ্রামের ফিল্মিস্তান স্টুডিয়োতে তৈরি সেটে এই ঘটনা ঘটে ।
মুম্বই : আজ বরুণ ধাওয়ান ও সারা আলি খান অভিনীত 'কুলি নং ১'-র সেটে আগুন লাগে ।
সকাল সাড়ে 12 টা নাগাদ গুরুগ্রামের ফিল্মিস্তান স্টুডিয়োতে তৈরি সেটে এই ঘটনা ঘটে ।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, 'কুলি নং ১'-র সেটে দমকল কর্মীরা রয়েছেন ।
কিছুদিন আগেই ছবির নির্মাতারা ঘোষণা করেছিলেন যে, 'কুলি নং ১'-র সেটটি প্লাস্টিকমুক্ত ।
ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবির প্রযোজনা করছেন ভাশু ভগনানি, জ্যাকি ভগনানি ও দীপশিখা দেশমুখ ।