মুম্বই : গোয়ার সমুদ্র সৈকতে অশ্লীল ভিডিয়ো শুট করার অভিযোগে FIR দায়ের করা হল পুনম পান্ডের বিরুদ্ধে । গোয়া ফরোয়ার্ড পার্টির মহিলা মোর্চার প্রতিনিধিদের তরফে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে । এছাড়াও এই নিয়ে ক্যানাকোনা থানায় আরও একটি FIR দায়ের করা হয়েছে ।
গোয়াতে অশ্লীল ভিডিয়ো শুট, FIR দায়ের পুনমের বিরুদ্ধে - FIR against Poonam Pandey
কানাকোনার চাপোলি বাঁধের কাছে নাকি ভিডিয়ো শুট করেছিলেন পুনম । গোয়া ফরোয়ার্ড পার্টির অভিযোগ, জন সমক্ষে 'পর্ন' ভিডিয়ো শুট করছিলেন তিনি । এমনকী, যেই জায়গাতে তিনি এই ভিডিয়ো শুট করছিলেন সেটা সরকারি জায়গা । এই অভিযোগ তুলে পুনমের বিরুদ্ধে মহিলা মোর্চার তরফে FIR দায়ের করা হয় ।
ক্যানাকোনার চাপোলি বাঁধের কাছে নাকি ভিডিয়ো শুট করেছিলেন পুনম । গোয়া ফরোয়ার্ড পার্টির অভিযোগ, জন সমক্ষে 'পর্ন' ভিডিয়ো শুট করছিলেন তিনি । এমনকী, যেই জায়গাতে তিনি এই ভিডিয়ো শুট করছিলেন সেটা সরকারি জায়গা । এই অভিযোগ তুলে পুনমের বিরুদ্ধে মহিলা মোর্চার তরফে FIR দায়ের করা হয় ।
এর আগে হানিমুনের জন্য গোয়াতে গিয়েছিলেন পুনম । সেখানে শ্যাম বম্বের বিরুদ্ধে হেনস্থা সহ একাধিক অভিযোগ আনেন তিনি । এরপর ক্যানাকোনা থানায় FIR-ও দায়ের করেছিলেন । তার ভিত্তিতে শ্যামকে গ্রেপ্তার করেছিল পুলিশ । পরে জামিনে ছাড়া পান তিনি । তারপর অবশ্য নিজের মধ্যে বিষয়টি মিটমাট করে নেন তাঁরা ।