মুম্বই : অমিতাভ বচ্চন সহ সাতজনের বিরুদ্ধে FIR মুজ়ফ্ফপুর CJM কোর্টে । 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে অমিতাভের করা একটি প্রশ্ন হিন্দু ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ । আর সেই জন্যই এই FIR করেছেন পূর্বাঞ্চল রাজ্য হিন্দু মহাসভার প্রেসিডেন্ট চন্দ্রকিশোর পরাসর ।
কে এই সাতজন ? অমিতাভ বচ্চন, KBC-র পরিচালক রাহুল বর্মা, অরুণ সুরেশ কুমার, টেলিভিশনের এন্টারটেইনমেন্ট বোর্ডের চেয়ারম্যান মনজিৎ সিং, সোনি টিভির CEO এন.পি.সিং, সোনি টিভির মালিক ও সমাজকর্মী বেজ়ওয়াদা উইলসনের বিরুদ্ধে FIR করা হয়েছে ।
KBC-র 'করমবীর' এপিসোডে সমাজকর্মী বেজ়ওয়াদা উইলসন এবং অভিনেতা অনুপ সোনিকে বিতর্কিত প্রশ্নটি করেন অমিতাভ । কী ছিল প্রশ্নটি ?