পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার জুনিয়র টেকনিশিয়নদের সাহায্যে এগিয়ে এল ফিল্ম ফেডারেশন - industry amid covid 19 lockdown

জুনিয়র টেকনিশিয়নদের পাশে দাঁড়াল প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স কাউন্সিল ও ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়ের মতো তিনটি ফিল্ম ফেডারেশন ।

sd
dsf

By

Published : Apr 3, 2020, 11:10 AM IST

মুম্বই : সলমান খান থেকে শুরু করে অনেকেই তাঁদের পাশে দাঁড়িয়েছেন অথবা পাশে থাকার আশ্বাস দিয়েছেন । এবার জুনিয়র টেকনিশিয়নদের পাশে দাঁড়াল তিনটি ফিল্ম ফেডারেশন ।

লকডাউনের জেরে হাতে কাজ নেই । তাই সমস্যায় পড়েছেন জুনিয়র টেকনিশিয়নরা । এবার তাই তাঁদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করল প্রোডিউসার গিল্ড অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স কাউন্সিল এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় ।

একটি বিবৃতিতে জানানো হয়েছে,"প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স কাউন্সিল ঘোষণা করেছে যে তারা ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়ের সঙ্গে মিলে ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নদের আর্থিক সহায়তা দেবে । কারণ লকডাউনের জেরে তাঁরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ।"

এই তিনটি সংস্থা একটি ত্রাণ তহবিল গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, "ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স কাউন্সিলের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে।

এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই জুনিয়র টেকনিশয়নদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে ।

কোরোনায় সংক্রমণের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয় । তার জেরে বন্ধ হয়ে যায় সিনেমা ও সিরিয়ালের শুটিং । এর ফলে সবচেয়ে সমস্যায় পড়েছেন জুনিয়র টেকনিশিয়নরা । তাই তাঁদের পাশে ইতিমধ্যেই দাড়িয়েছেন বলিউডের অনেকেই । এবার ফিল্ম ফেডারেশনও তাঁদের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল ।

ABOUT THE AUTHOR

...view details