পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ধর্মশালায় উদ্ধার আসিফ বসরার ঝুলন্ত দেহ - Asif Basra died

ধর্মশালার একটি আবাসন থেকে উদ্ধার বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ । পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি ।

asd
asd

By

Published : Nov 12, 2020, 4:50 PM IST

Updated : Nov 12, 2020, 5:32 PM IST

ধর্মশালা (উত্তরপ্রদেশ) : ধর্মশালার একটি আবাসন থেকে উদ্ধার বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক টিম । শুরু হয়েছে তদন্ত ।

গত চার বছর ধরে হিমাচল প্রদেশের ধর্মশালার একটি আবাসনে থাকতেন আসিফ । পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন আসিফ । যদিও ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

এ প্রসঙ্গে কাঙ্গরার SP বিমুক্ত রঞ্জন বলেন, "প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পোষ্যর গলার বেল্ট দিয়ে আত্মঘাতী হয়েছে তিনি ।"

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন অবসাদে ভুগছিলেন আসিফ । এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আত্মহত্যার আগে পোষ্যকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি । তারপরই আবাসনে ফিরে নাকি তিনি আত্মহত্যা করেন ।

খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ । ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে ।

'ব্ল্যাক ফ্রাইডে', 'পরজ়ানিয়া', 'জব উই মেট', 'কাই পোচে', 'হিচকি', 'রয়', 'ফেনি খান', 'এক ভিলেন' সহ একাধিক ছবিতে অভিনয় করেছিলেন আসিফ । এছাড়া ওয়েব সিরিজ়েও কাজ করেছেন তিনি । তার মধ্যে অ্যামাজ়ন প্রাইমের 'পাতাল লোক' ও হটস্টারের 'হসটেজ' অন্যতম ।

Last Updated : Nov 12, 2020, 5:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details