পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হয়ে গেল ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯ ইস্ট জোনের সিলেকশন - ফেমিনা মিস ইন্ডিয়া

আগামী ১৫ জুন মূল অনুষ্ঠান। সিলেক্টেড প্রতিযোগীদের চলবে গ্রুমিং।

ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯

By

Published : Apr 24, 2019, 4:51 PM IST

কলকাতা : ছত্তিসগড়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্য়া, সিকিম, অসম, মিজ়োরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং পশ্চিমবঙ্গ সহ ১৩টি রাজ্য যাচ্ছে মিস ইন্ডিয়ায়।পূর্ব ভারতকে মুম্বইতে আয়োজিত ফেমিনা মিস ইন্ডিয়া সৌন্দর্য প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে পাঁচ প্রতিযোগী । আগামী ১৫ জুন মূল অনুষ্ঠান। তার আগে চলবে এই প্রতিযোগীদের গ্রুমিং।

পূর্ব ও উত্তর-পূর্ব ভারত থেকে মিস ইন্ডিয়া অংশ নিচ্ছেন অরুণাচল প্রদেশের রোশনী দাদা, অসমের জ্যোতিষ্মিতা বড়ুয়া, বিহারের শ্রেয়া শংকর, ছত্তিসগড়ের শিবানী যাদব, ঝাড়খণ্ডের চিত্রাপ্রিয়া সিং, মনিপুরের উর্মিলা সাগলসেম, মেঘালয়ের সংগীতা দাস, মিজোরামের লালনুনথারি, নাগাল্যান্ডের মারিনাকিহো, উড়িষ্যার শীতল সাহু, সিকিমের সান ডোমা তামাং, ত্রিপুরার জয়ন্তী রেঙ্গ এবং পশ্চিমবঙ্গের সুস্মিতা রায়। গতকাল ছিল ফাইনাল সিলেকশন।

ইস্ট জোনের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগীদের মেন্টর ছিলেন বলিউডের অভিনেত্রী নেহা ধুপিয়া। প্রতিযোগীদের মেন্টর হয়ে অসম্ভব খুশি নেহা ধুপিয়া বললেন, " আমি আমার জীবন শুরু করেছিলাম মিস ইন্ডিয়া হয়ে। তারপর থেকে এই প্রেজেন্টের সঙ্গে আমার সম্পর্ক কোনওদিন শেষ হয়নি। প্রতিবছর এই পেজে আমি অসংখ্য স্বতঃস্ফূর্ত মহিলাদের দেখতে পাই। এরা প্রতিবছরই নিজেদের প্রমাণ করতে আসেন। মিস ইন্ডিয়া হয়ে বিশ্বের দরবারে মিস ওয়ার্ল্ড হওয়ার লড়াইয়ে জিততে আসেন এরা। আমি এই বছর গত বছরের বিজয়ী মানুষীর উত্তরসূরিকে খুঁজতে এসেছি।"


ফেমিনা মিস ইন্ডিয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিউড ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। উপস্থিত ছিলেন বাইচুং ভুটিয়াও। ঋতুপর্ণা বলেন, "ফেমিনার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। যাঁরা অংশগ্রহণ করেছেন, প্রত্যেকেই খুব ট্যালেন্টেড। এবং আজ যাঁরা নিজেদের রাজ্যকে প্রতিনিধিত্ব করবে, তাঁদের প্রত্যেককে জানাই অল দা বেস্ট।"

ABOUT THE AUTHOR

...view details