মুম্বই : 2020 সালটা নীতু কাপুরের কাছে একটা নাগরদোলার মতো । এই উঠছে এই নামছে । মানসিক দিক থেকে একের পর এক ধাক্কাও যেমন সহ্য করেছেন, তেমনভাবেই নিজের মানুষগুলোর সঙ্গে ঝালিয়ে নিয়েছেন সম্পর্ক ।
সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে নীতু লিখেছেন, "2020 সালটা আমার জন্য একটা রোলার কোস্টার ছিল । যখন তুমি চলে গেলে, নিজেকে মনে হল একটা হেডলাইটের সামনে আটকে পড়া একটা হরিণ, জানি না কোথায় যাব ।"