পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"গান কপি করা বন্ধ করুন", সেলিমকে বললেন পাকিস্তানি গায়ক ফারহান

পাকিস্তানি গায়ক ফারহান সইদ ভারতীয় গায়ক সেলিম মারচেন্টকে তিরস্কার করলেন । তাঁর গান কপি করার অভিযোগ করেন তিনি । পরে যদিও সেলিম পুরো ঘটনাকে কাকতালীয় বলে জানান ।

ফারহান

By

Published : Sep 15, 2019, 7:51 PM IST

মুম্বই : পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড 'জল'-র প্রাক্তন সদস্য ফারহান সইদ 'রোইয়া' গানটি কপি করার অভিযোগে সেলিম মারচেন্টকে তিরস্কার করেন । তবে ভারতীয় গায়ক-সুরকার এটিকে "নিছক কাকতালীয়" বলে অভিহিত করেছেন ।

ফারহান গতকাল টুইট করেন, "একজন আমাকে সেলিমের গান হরিয়া পাঠিয়েছিলেন । এটি পুরোটাই আমার গান রোইয়ার কপি করা । আমি আশ্চর্য হয়েছি যে, কারও কাজ চুরি করার পরও তাঁরা নিজেকে শিল্পী বলেন । যদি করারই ছিল তো জিঞ্জাসা করে করতেন । আর জিজ্ঞাসা না করতে চাইলে ভালো কিছু করুন । #stopstealing"

সেলিম ফারহানের 2014-র গানটি শুনে টুইট করেন, "এটা নিছক কাকতালীয় যে, হরিয়ার কোরাসটা তোমার গানের মতো । সত্যি বলতে আমি গানটা এর আগে শুনিনি । এটা অনেক সময়ই হয় যখন নোটগুলোর মধ্যে ন্যাচারাল প্রোগ্রেশন হয় । আমার ট্র্যাক রেকর্ড রয়েছে, আমি কখনও চুরি করি না ।"

সেলিমের এই টুইটের উত্তরে লেখেন, "সেলিম আপনি যদি তাই বলেন, তাহলে আর একটি কাকতালীয় ঘটনা হল আমাদের গীতিকারও একই । যাই হোক শুভ কামনা ।"

সেলিম প্রতুত্তরে বলেন, "যদি আমার কপি করতেই হত আমি আমার কর্মজীবনে অনেক আগেই এটা করে ফেলতাম । আমার সত্যিই মনে হচ্ছে, আমার গানটা তৈরি করার আগে আপনার গানটা শোনা উচিত ছিল । আমি আমাদের কম্পোজ়িশনে নিশ্চয়ই পরিবর্তন করব আপনার গানের থেকে আলাদা শোনানোর জন্য । যাই হোক, আশা করি আপনি বুঝেছেন ।"

ফারহানের টুইটে সেলিম ও ফারহানের কমেন্ট

এই ঘটনার শুরু হয় গতকাল, যখন সেলিম টুইটারে তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা 'হরিয়া' গানটির লিঙ্ক শেয়ার করেন ।

ABOUT THE AUTHOR

...view details