পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

CAA নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের দিন শেষ, মাঠে নামার ডাক ফারহানের - Farhan Akhtar on CAA

CAA-র প্রতিবাদে সরব হয়েছেন একাধিক সেলেব্রিটি। এবার সেই তালিকায় জুড়ল ফারহান আখতারের নামও।

Farhan Akhtar on CAA
Farhan Akhtar on CAA

By

Published : Dec 18, 2019, 3:02 PM IST

Updated : Dec 18, 2019, 4:31 PM IST

মুম্বই : CAA নিয়ে প্রতিবাদে মাঠে নামছেন ফারহান আখতার। সোশ্যাল মিডিয়ায় ময়দানে নামার আগাম ঘোষণা করলেন তিনি ।

একটি পোস্টে শেয়ার করে ফারহান লিখেছেন, "এই প্রতিবাদগুলো কেন গুরুত্বপূর্ণ, সেটা বোঝার জন্য কিছু তথ্য । 19 অগাস্ট মুম্বইয়ের ক্রান্তি ময়দানে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একা একা প্রতিবাদ করার দিন শেষ।"

নাগরিকত্ব (সংশোধনী) আইন ও NRC কী, সেটা বোঝার জন্য ফারহান একটি গ্রাফিকাল প্রেজ়েন্টেশন দিয়েছেন পোস্টের নিচে।

কাজের ক্ষেত্রে ফারহানকে শেষ দেখা গেছিল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে 'দ্য স্কাই ইজ় পিঙ্ক' ছবিতে।

Last Updated : Dec 18, 2019, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details