মুম্বই : CAA নিয়ে প্রতিবাদে মাঠে নামছেন ফারহান আখতার। সোশ্যাল মিডিয়ায় ময়দানে নামার আগাম ঘোষণা করলেন তিনি ।
একটি পোস্টে শেয়ার করে ফারহান লিখেছেন, "এই প্রতিবাদগুলো কেন গুরুত্বপূর্ণ, সেটা বোঝার জন্য কিছু তথ্য । 19 অগাস্ট মুম্বইয়ের ক্রান্তি ময়দানে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একা একা প্রতিবাদ করার দিন শেষ।"