পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গৃহহারা পরিবারকে বাড়ি তৈরিতে সাহায্য ফারহানের - Farhan Akhtar helps build home

একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এক অসহায় পরিবারের জন্য বাড়ি তৈরি করে দিলেন ফারহান আখতার । এর জন্য ওই সংস্থার তরফে ফারহানকে ধন্যবাদ জানানো হয়েছে ।

asd
asd

By

Published : Dec 13, 2020, 11:01 PM IST

মুম্বই : এক গৃহহারা পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে এলেন ফারহান আখতার । ওই পরিবারের মাথায় যাতে পাকাপোক্ত ছাদ থাকে তার জন্য উদ্যোগ নিলেন তিনি । তবে শুধু টাকা দিয়েই সাহায্য করেই ক্ষান্ত হননি । পাশাপাশি বাড়ি তৈরির সময়ও প্রতিটা মুহূর্তে খোঁজ খবর নিয়েছেন তিনি ।

আসলে হোপ ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ওই পরিবারের জন্য নতুন বাড়ি তৈরি করার দায়িত্ব নিয়েছেন ফারহান । ওই সংস্থার সেক্রেটারি দিব্যাংশু উপাধ্যায় এর জন্য টুইট করে ফারহানকে ধন্যবাদ জানিয়েছেন । আর এর মাধ্যমেই প্রকাশ্যে এসেছে এই খবর ।

টুইটারে তিনি লেখেন, "শিব মন্দিরের এক পূজারি গৃহহারা হয়ে পড়েছিলেন । তাঁর বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব নেওয়ার জন্য ফারহান আখতার স্যার আপনাকে অনেক ধন্যবাদ । বাড়ি নির্মাণের সময় আপনি যেভাবে প্রতিদিন খোঁজ নিয়েছেন তা দেখে আমরা অবাক হয়ে গিয়েছি । এই ঠান্ডার মধ্যে কোনওভাবেই পরিবারটি বাইরে থাকতে পারত না ।"

কোরোনা পরিস্থিতির মধ্যেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ফারহান । সরকারি হাসপাতালকে হাজারটি PPE দিয়ে সাহায্য করেছিলেন তিনি ।

কাজের দিক থেকে রাকেশ ওমপ্রকাশ মেহরার 'তুফান' ছবিতে দেখা যাবে ফারহানকে । সেখানে বক্সারের চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়াও ওই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে ।

ABOUT THE AUTHOR

...view details