পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কাজে ফিরে ভালো লাগছে ফারহানের, তবে বেড়েছে সামাজিক দায়িত্ব - ফারহান আখতারের খবর

কাজে ফিরে বেশ ভালো লাগছে ফারহান আখতারের । তবে এখন তাঁর সামাজিক দায়িত্ব অনেকটাই বেড়েছে, উপলব্ধি অভিনেতার ।

Farhan Akhtar resumes shoot
Farhan Akhtar resumes shoot

By

Published : Jul 25, 2020, 3:47 PM IST

মুম্বই : লকডাউনের পর কাজে ফিরলেন পরিচালক-অভিনেতা-গায়ক ফারহান আখতার । তবে একই সঙ্গে ফারহান এটাও উপলব্ধি করেছেন যে, এখন আমাদের দায়িত্ব অনেকটা বেশি ।

'এক্সেল'-এর প্রযোজক হিসেবে ফারহান টুইট করেছেন, "কাজে ফেরাটা সত্যিই খুব শান্তির আর আনন্দের । তবে এখন সামাজিক ভাবে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে আমাদের । কাস্ট আর ক্রুয়ের কথা ভেবে এই পরিবেশকে পরিষ্কার রাখতে হবে । ওঁরা সৃষ্টি করার জন্য কাজ করে । আর আমাদের ওঁদের সুরক্ষিত রাখার জন্য কাজ করতে হবে ।"

রীতেশ সিধওয়ানি আর ফারহানের প্রোডাকশন হাউজ় 'এক্সেল প্রোডাকশন' ইতিমধ্যেই একটি তাদের পরবর্তী প্রোজেক্ট 'হ্যালো চার্লি' আর 'ডোংরি টু দুবাই'-এর কাজ শুরু করে দিয়েছে ।

সেই শুটিংয়ের কিছু ঝলক এই পোস্টের নিচে শেয়ার করেছেন ফারহান । দেখা যাচ্ছে কত নিয়ম মেনে চলছে শুটিং । দেখে নিন অভিনেতার পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details