মুম্বই : কয়েকদিন আগে বিতর্কিত সাম্প্রদায়িক পোস্ট করায় সাসপেন্ড করা হয় কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেলের টুইটার অ্যাকাউন্ট । বেশ কয়েকজন সেলেব্রিটি রঙ্গোলির পোস্টকে রিপোর্ট করেছিলেন টুইটার অথোরিটির কাছে । ফারাহ তাঁদের মধ্যে অন্যতম । আর এই কারণে কঙ্গনা ফারাহকে আক্রমণ করতেও ছাড়েননি । তাই কঙ্গনাকে খোলা চিঠির মাধ্যমে নিজের মতটা জানালেন ফারাহ ।
ফারাহ লিখেছেন, "মাই ডিয়ার কঙ্গনা, প্রথমেই বলে রাখি যে, আমি আপনার খুব বড় ফ্য়ান আর আপনি একজন দারুণ অভিনেত্রী । আমি রঙ্গোলির টুইটটি রিপোর্ট করেছিলাম কারণ, সেখানে 'মোল্লা আর সেকুলার মিডিয়া'-র সঙ্গে 'নাজ়ি' শব্দটি ব্যবহার করা হয়েছিল ।"
ফারাহ লিখেছেন, "টুইটে বলা হয়েছিল যে, মোল্লা আর সেকুলার মিডিয়াকে এক সারিতে দাঁড় করিয়ে গুলি করে দেওয়া উচিত....এটাও বলা হয়েছিল যে, ইতিহাসকে গুলি মারো, সবাই হয়তো আমাদের নাজ়ি বলতে পারে, তবে জীবনটা ফেক ইমেজের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ । আমরা সবাই জানি নাজ়ি শব্দটা গণহত্যার সমার্থক ।"
হিটলারের আমলে যেভাবে ইহুদিদের গণহত্যা করা হয়েছিল সেটা মনে করিয়ে দিয়েছেন ফারাহ । তাহলে কি রঙ্গোলিও মোল্লা আর মিডিয়াকে গণহত্যা করার ইঙ্গিত দিয়েছেন ? প্রশ্ন তুলেছেন ফারাহ ।
"আমার রঙ্গোলির বিরুদ্ধে ব্যক্তিগত কোনও ক্ষোভ নেই । আমি তো রঙ্গোলির সঙ্গে দেখাও করেছি, সেখানে ও মিষ্টি ব্যবহার করেছিল । উনি একজন অ্যাসিড ভিক্টিম আর সোশাল অ্যাক্টিভিস্ট । তাই নিজের টুইট নিয়ে ওর অনেক বেশি সচেতন হওয়া উচিত ছিল ।", লিখেছেন ফারাহ ।