মুম্বই : টুইটারে রোজই কিছু না কিছু পোস্ট করেন অমিতাভ বচ্চন । কখনও নিজের মনের কথা আবার কখনও ভালো কোনও ভিডিয়ো । গতকালও তার অন্যথা হয়নি । একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি । আর সেই ভিডিয়ো নিয়ে টুইটারে শুরু হয় জোর চর্চা ।
বিগ বির এক ফ্যান তাঁকে ট্যাগ করে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করছিলেন । যেখানে 9জন যুবতিকে লাল পোশাক পরে একসঙ্গে নাচতে দেখা গেছে । তাঁরা প্রত্যেকের হাত-পা নাড়ানো থেকে শুরু করে চুল সবই এক । এমনকি টুইটে অমিতাভের ওই ফ্যান জানিয়েছেন এই ধরনের নৃত্যর জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে ওই যুবতিদের । পরে পোস্টটি নিজের টুইটার হ্যান্ডেলেও পোস্ট করেন অমিতাভ । সেখান থেকেই শুরু হয় চর্চা । অনেকেই বলেই ভিডিয়োটি মিথ্যে ।