মুম্বই : সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় মীরা রাজপুত । প্রায় প্রতিদিনই কোনও না কোনও পোস্ট করতে দেখা যায় তাঁকে । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি সেশনের মাধ্যমে নেটিজ়েনদের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি । প্রিয় খাবার থেকে শুরু করে ঘুরতে যাওয়ার জায়গা, সব প্রশ্নের জবাব দিতে দেখা যায় তাঁকে । এমনকী, তৃতীয়বার প্রেগন্যান্ট কি না সেই প্রশ্নও মীরাকে করেছিলেন এক নেটিজ়েন । তারও জবাব দেন তিনি ।
সম্প্রতি ইনস্টাগ্রামে 'আস্ক মি এনিথিং' নামে একটি সেশন শুরু করেছিলেন মীরা । তার মাধ্যমে তাঁকে যে কোনও প্রশ্ন করতে পারেন নেটিজ়েনরা । আর সেই প্রশ্নের উত্তর দেন মীরা ।
এই সেশনের মাধ্যমে একজন তাঁকে জিজ্ঞাসা করেন "আপনি কি আবার প্রেগন্যান্ট"। তার উত্তরে মীরা লেখেন, "না"। আর উত্তরের সঙ্গে হাসির ইমোজি জুড়ে দেন তিনি ।