মুম্বই : পরবর্তী ছবি হিসেবে দীপিকা পাডুকোন চেয়েছিলেন কোনও লাভ স্টোরিতে কাজ করতে । আর একথা পরিচালক মেঘনা গুলজ়ার ভালো করেই জানতেন । তাও একবার চেষ্টা করতে চেয়েছিলেন । ছবির গল্প নিয়ে দীপিকার সঙ্গে দেখা করেন । আর 'ছপাক'-এর গল্প বলতেই দীপিকা ছবিটি করার জন্য 10 মিনিটের মধ্যেই রাজি হয়ে যান । সম্প্রতি ETV ভারত সিতারাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মেঘনা নিজেই ।
2018 সালে 'পদ্মাবত' ছবিতে কাজ করেছিলেন দীপিকা । তারপর ওই বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া 'জ়িরো' ছবিতে ছোট্ট একটি চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল । 2019 সালে মুক্তি পায়নি তাঁর একটিও ছবি । তা হলেও পরবর্তী ছবি হিসেবে কোনও লাভ স্টোরিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি । এসব জানা সত্ত্বেও মেঘনা গুলজ়ার 'ছপাক'-এর গল্প নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন । মেঘনা বলেন, "দীপিকা যে কোনও লাভ স্টোরিতে অভিনয় করতে চাইছেন সেকথা আমার অজানা ছিল না । তাও একটা চেষ্টা করতে চেয়েছিলাম । আমি তাঁর সঙ্গে দেখা করি । শুধু ছবির বিষয়টুকু তাঁকে বলেছিলাম । গল্পটাও বলিনি । আর 10 মিনিটের মধ্যেই এই ছবি করবেন বলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন দীপিকা । খুব স্বতঃস্ফূর্তভাবেই তিনি এই ছবিতে অভিনয় করার ইচ্ছেপ্রকাশ করেন । তাঁকে ছাড়া ছবিটি অসম্পূর্ণ থাকত ।"