পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'স্ল্যামডগ মিলিওনিয়ার' খ্যাত মধুর মিত্তালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ - Bollywod actor Madhur Mittal exclusive news

বলিউডের প্রতিভাবান অভিনেতা মধুর মিত্তালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছে তাঁর প্রাক্তন প্রেমিকা ৷ অভিযোগ অস্বীকার মধুরের।

মধুর মিত্তাল
মধুর মিত্তাল

By

Published : Mar 4, 2021, 12:53 PM IST

বলিউডে একের পর এক অপরাধ সংক্রান্ত খবর লেগেই আছে ৷ এরই মধ্য়ে অভিনেতা মধুর মিত্তালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে সরগরম বলিউড ৷ মধুর তাঁর প্রাক্তন প্রেমিকাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মধুরের প্রাক্তন প্রেমিকার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ওদের কয়েকজন কমন বন্ধু ছিল। ওরা ঘনিষ্ঠ হয়ে ওঠে। দুমাস ধরে ওরা সম্পর্কে ছিল। এরপর ওদের সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি মেনে নিতে পারেনি মধুর। জয়পুরে ওর শুটিং চলছিল। 13 ফেব্রুয়ারি মুম্বইয়ে ফিরে এসে সোজা প্রেমিকার বান্দ্রার রেসিডেন্সে চলে যায় মধুর। প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে প্রেমিকার উপর জোর করে। 15 তারিখে আবার বান্ধবীর সঙ্গে দেখা করার চেষ্টা করে মধুর। কিন্তু ওর আইনজীবী মধুরকে চলে যেতে বলে। সেইমতো চলে যায় মধুর।

13 তারিখের এই ঘটনায় 23 ফেব্রয়ারি স্থানীয় খর থানায় অভিযোগটি দায়ের করে মধুরের প্রাক্তন প্রেমিকা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেতা ৷ অভিনেতা জানান, তিনিও এমন অপরাধের তীব্র বিরোধিতা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details