তিরুপতি : অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পুজো দিতে দিলেন জাহ্নবী কাপুর । দক্ষিণ ভারতীয় পোশাকে দেখা গিয়েছিল তাঁকে । ইনস্টাগ্রামে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেন অভিনেত্রী ।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে জাহ্নবীকে সিঁড়ির পাশে বসে থাকতে দেখা গেছে । সাদা সালোয়ার পরেছিলেন তিনি । তার সঙ্গে ছিল হলুদ ওড়না । পায়ে হেঁটে মন্দিরে ওঠেন তিনি । ইনস্টাগ্রাম স্টোরিতে প্রাকৃতিক দৃশ্যর ছবিও তুলে ধরেন । ছবির ক্যাপশনে দুটি ইমোজি দেন তিনি ।
ইতিমধ্যেই একাধিক প্রোজেক্ট রয়েছে কাজ করছেন জাহ্নবী । 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল'-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি । শেষ হয়েছে ছবির শুটিং ।
1999 সালে কার্গিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গুঞ্জন সাক্সেনা । জখম জওয়ানদের বিমানে করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যেতেন তিনি । গোলা, গুলি কোনও কিছুকে গুরুত্ব না দিয়ে জওয়ানদের অন্যত্র নিয়ে যেতেন । নির্ভীকতার জন্য শৌর্য্য চক্র সম্মানে সম্মানিত করা হয় তাঁকে । এই সব ঘটনা তুলে ধরা হবে ছবিটে । 13 মার্চ মুক্তি পাবে ছবিটি ।
এছাড়া হরর কমেডি ছবি 'রুহিআফজ়া'-তে অভিনয় করেছেন জাহ্নবী । পরিচালক হার্দিক মেহতার পরিচালনায় রাজকুমার রাও-এর বিপরীতে দেখা যাবে তাঁকে । 17 এপ্রিল মুক্তি পাবে ছবিটি । এর পাশাপাশি ইতিমধ্যেই ডিজিটালে ডেবিউ করেছেন তিনি ।