পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শ্যামবর্ণার চরিত্রে অভিনয় করায় সবাই সাহসী বলছে : ভূমি - Bala latest news

'বালা' ছবিতে একেবারে অন্যরকম ভূমি পেদনেকর। এক শ্যামবর্ণার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সিদ্ধান্ত নেওয়ায় সবাই তাঁকে 'সাহসী' বলে মনে করছেন।

Bhumi Pednekar in Bala

By

Published : Nov 10, 2019, 10:34 AM IST

মুম্বই : ক্যারিয়ারের শুরু থেকেই খুব চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে এসেছেন ভূমি পেদনেকর। প্রথম ছবি 'দম লাগাকে হাইস' থেকেই চ্যালেঞ্জ নেওয়ার শুরু। কারণ, সেই ছবিতে এক ওভারওয়েট মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, যার পর তাঁর ক্যারিয়ার থেমে যেতে পারত। কিন্তু, থেমে যাওয়া তো দূরের কথা, বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তাঁকেই অন্যতম বলে মনে করা হয়।

'বালা'-তে ভূমিকে দেখানো হয়েছে একজন শ্যামবর্ণার চরিত্রে, যে সমাজের চোখে 'অসুন্দর'। সমাজ নির্ধারিত সৌন্দর্য্যের প্যারামিটারগুলোকে ভেঙে দেওয়ার জন্য ভূমিকে এই সাজে সাজিয়ে তোলা হয়েছে। একজন কালো মানুষও যে কত সুন্দর হতে পারেন, সেই ধারণটাই বিভিন্ন চরিত্রের মাধ্যমে স্থাপন করা হয়েছে 'বালা'-তে।

ভূমি এই ব্যাপারে বললেন, "সবাই আমায় বলছে যে এই চরিত্রটা বেছে আমি খুব সাহসের কাজ করেছি। কিন্তু, আমি তাদের বলছি যে একজন অভিনেত্রী হিসেবে আমি নিজেকে ভাঙতে চাই এবং ছবির জন্য পুরোপুরি সেই চরিত্রটা হয়ে উঠতে চাই।"

তিনি আরও বলেন যে, "পরদায় আমায় কেমন দেখতে লাগছে সেটা সবসময় ভাবা উচিৎ নয়, তাহলে ছবির ভিশনের সঙ্গে অন্যায় করা হত। ছবির স্ক্রিপ্টটা পড়ার সঙ্গে এটা ভেবেই আনন্দ লেগেছিল যে, মুখ্য চরিত্রের মানসিক পরিবর্তন ঘটানোর জন্য আমি অনুঘটকের কাজ করছি। তখনই আমি ছবিটার সামাজিক বার্তার সঙ্গে কানেক্ট করতে পারি।"

মুক্তির পর থেকেই সমালোচক ও দর্শকের থেকে দারুণ রিভিউ পাচ্ছে 'বালা'। প্রথম দিনে বক্স অফিসে 10.15 কোটি টাকা উপার্জন করেছেন এই ছবি।

ABOUT THE AUTHOR

...view details