মুম্বই : ক্যারিয়ারের শুরু থেকেই খুব চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে এসেছেন ভূমি পেদনেকর। প্রথম ছবি 'দম লাগাকে হাইস' থেকেই চ্যালেঞ্জ নেওয়ার শুরু। কারণ, সেই ছবিতে এক ওভারওয়েট মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, যার পর তাঁর ক্যারিয়ার থেমে যেতে পারত। কিন্তু, থেমে যাওয়া তো দূরের কথা, বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তাঁকেই অন্যতম বলে মনে করা হয়।
'বালা'-তে ভূমিকে দেখানো হয়েছে একজন শ্যামবর্ণার চরিত্রে, যে সমাজের চোখে 'অসুন্দর'। সমাজ নির্ধারিত সৌন্দর্য্যের প্যারামিটারগুলোকে ভেঙে দেওয়ার জন্য ভূমিকে এই সাজে সাজিয়ে তোলা হয়েছে। একজন কালো মানুষও যে কত সুন্দর হতে পারেন, সেই ধারণটাই বিভিন্ন চরিত্রের মাধ্যমে স্থাপন করা হয়েছে 'বালা'-তে।