পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"সে দৃষ্টি দিয়ে আমাকে ধর্ষণ করছিল", অভিযোগ অভিনেত্রীর - one day

ছবি রিলিজ়ের পর বন্ধুদের সঙ্গে নৈশ্যভোজে গিয়েছিলেন অভিনেত্রী ঈশা গুপ্তা । তবে সেখানে অভিজ্ঞতা ভালো নয় বলে জানান তিনি ।

ঈশা গুপ্তা

By

Published : Jul 7, 2019, 1:40 PM IST

মুম্বই : বলিউড অভিনেত্রী ঈশা গুপ্তার ছবি 'ওয়ান ডে : জাস্টিস ডেলিভারড' মুক্তি হয়েছে । ছবিতে তাঁর সঙ্গে মুখ্য় ভূমিকায় দেখা গেছে অনুপম খেরকেও । ছবি রিলিজ়ের পর বন্ধুদের সঙ্গে নৈশ্যভোজে গিয়েছিলেন অভিনেত্রী । তবে সেখানে অভিজ্ঞতা ভালো নয় বলে জানান তিনি ।

ঈশা সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন । যেখানে হোটেল ব্য়বসায়ী রোহিত ভিগ তাঁর সঙ্গে খারাপ ব্য়বহার করেছে বলে অভিযোগ করেন অভিনেত্রী । তিনি জানান, রোহিত যেন তার দৃষ্টি দিয়েই তাঁকে ধর্ষণ করছিল ।

ঈশা গুপ্তা টুইট করেন, "দেশে আমার মতো একজন মহিলা যদি অসুরক্ষিত অনুভব করে, তাহলে দেশের বাকি মহিলারা কী অনুভব করবে । আমার সঙ্গে দু'জন সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছিল আমার ধর্ষণ করা হয়েছে । রোহিত ভিগ তুমি একটা শুয়োর । তুমি এই নোংরারই যোগ্য ।"

অন্য় একটি টুইট করে ঈশা লেখেন, "রোহিত ভিগের মতো ব্য়ক্তির জন্য মহিলারা কোথাও নিজেদের সুরক্ষিত মনে করতে পারেন না । তুমি তোমার চোখ নিয়ে আমার আশপাশে ছিলে । আর তোমার তাকানোয় যথেষ্ট ছিল ।" এছাড়াও ঈশা ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে লেখেন, "কিছু মানুষ খুব অসভ্য হয় । তাঁরা কোনওদিন শিখবে না অন্যদের সঙ্গে কীভাবে ব্য়বহার করতে হয় । মানুষকে কীভাবে সম্মান দিতে তা শেখানোর দরকার রয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details